আখাউড়ায় চেয়ারম্যান প্রার্থীর লিফলেটে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর ছবি

প্রকাশ | ১২ মে ২০২৪, ০০:০০

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে এক চেয়ারম্যান প্রার্থীর লিফলেটে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে। ওই চেয়ারম্যান প্রার্থী হলেন সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন। লিফলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সজীব ওয়াজেদ জয়ের ছবিও ব্যবহার করা হয়েছে। জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনকে উন্মুক্ত রেখেছে নির্বাচন কমিশন। আখাউড়ায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুজনেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৪ এর ধারা ৮ এর উপধারা ৫ অনুযায়ী কোনো প্রার্থী পোস্টার বা লিফলেটে নিজ ছবি ছাড়া অন্য কারও ছবি ছাপাতে পারবে না। এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন বলেন, 'বিষয়টি আমার জানা নেই, অতিউৎসাহী কিছু ছেলে হয়তো এটা করে থাকতে পারে। আমি খেয়াল রাখব এমন যাতে আর না হয়।' উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম বলেন, 'বিষয়টি আমার জানা নাই। আমি লিফলেটটি দেখিনি। অভিযোগ পেলে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'