হত্যা-আত্মহত্যায় তিন জেলায় নিহত ৩

প্রকাশ | ১২ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নওগাঁর মান্দায় ও হবিগঞ্জের লাখাইয়ে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিষপানে এক গৃহকর্তার আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে হাওড় থেকে অজ্ঞাত ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার জিরুন্ডা উজাদৌর হাওড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি আবুল খায়ের জানান, লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে পাঠানো হয়েছে। মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় আলেপ উদ্দিন সরদার (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার কাঞ্চন স্স্নুইসগেট এলাকায় আশরাফ আলীর আম বাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এ সময় পাশে পড়ে থাকা একটি শার্ট, একটি চার্জার লাইট এবং একটি জুতা জব্দ করা হয়। নিহত আলেপ উদ্দিন সরদার উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে। নিহতের ভাগ্নে আনারুল ইসলাম বলেন, 'তার মামা পেশায় একজন শ্রমিক। বছরের অধিকাংশ সময় তিনি ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতেন। নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বলেন, 'আমার স্বামী গতকাল বিকাল ৫টার দিকে পার্শ্ববর্তী খুদুর মোড়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে কাঞ্চন স্স্নুইসগেট এলাকায় একটি আম বাগানে তার লাশ পাওয়া যায়। মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃতু্যর বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিষপান করে আয়নাল হক (৪৪) নামে এক গৃহকর্তার আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়নাল হক ওই গ্রামের ইব্রাহীমের ছেলে। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউলস্নাহ জানান, ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।