শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১১ মে ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

হাসপাতাল উদ্বোধন

ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড়স্থ সেলিম ভবনে চন্দনাইশ মেটারনিটি শিশু জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার হসপিটালের উদ্বোধন অনুষ্ঠানে ডাক্তার কাজল কান্তি বৈদ্যের সভাপতিত্বে রনি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম (টিটু)। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবু বলরাম চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন ডাক্তার পি কে মজুমদার, ডাক্তার অভিরণ দত্ত অভি। অন্যদের মধ্যে ছিলেন বোরহান উদ্দিন, সাংবাদিক আবিদুর রহমান বাবুল, মোহাম্মদ কমরুদ্দীন, মাস্টার নুরুল আলম, খালেদ রায়হান, কামরুল ইসলাম মোস্তফা, নুরুল আলম।

অভিহিতকরণ সভা

ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

সার্বজনীন পেনশন স্কিমের আওতায় শতভাগ লোককে আনার জন্য গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাসেদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ কনক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, কৃষি অফিসার কাজী এজাজুল করিম।

পেনসন স্কিম মেলা

ম ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে সার্বজনীন পেনসন স্কিম মেলা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, অফিসার ইনচার্জ আবির মো. হোসেন, পৌরসভা মেয়র ফাইজুর রশিদ খসরু, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুদ্দীন হাং গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান নদমূল শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দীন আরিফ। উপজেলার সব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা ছিলেন।

মেলার উদ্বোধন

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোলস্না, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ

ম গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। বৃহস্পতিবার নগরভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। সাক্ষাৎকালে ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার, গোদাগাড়ীর আব্দুলস্নাহ ইবনে শরীফ রানা, মনিরু ইসলাম জুয়েল, সৈয়দ জাফর, মতিন, রাজিব, আদিল।

উঠান বৈঠক

ম রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি

লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী ইমতিয়াজ আরাফাতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর কাজিরখিল প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর কাউন্সিলর মামুনুর রশিদ আখন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্ণীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শাহজাহান, আনারস প্রতীকের প্রার্থী ইমতিয়াজ আরাফাত, লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান, পৌর কাউন্সিলর মেহেদী হাসান শুভ, মনির হোসেন রানা, করপাড়া ইউপি আ'লীগের সাধারণ সম্পাদক মো. তছলিম মিয়া পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী মুর্তজা বাবু প্রমুখ।

সংবর্ধনা প্রদান

ম পত্নীতলা (নওর্গা) প্রতিনিধি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাইদুর রহমানের সঞ্চালনায় এবং সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল গাফফার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা বেগম।

মাঠ দিবস

ম স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুর সদরে আইএফডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ফিড দ্য ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি (সিএসএ)-এর উদ্যোগে ব্রি ধান-৯২ ও ব্রি ধান-২৯ জাতের বোরো ধানের প্রদর্শনী, শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার ছিলারচর এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি)-এর ডেপুটি চিফ অব পার্টি ড. শামসুল কবির ও ড. শাহারুক আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন সিএফডিসিওর মোজাম্মেল শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছিলারচর বস্নকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অতীন্দ মন্ডল। অনুষ্ঠানে ৩৫ জন পুরুষ-মহিলা নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে' প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। জেলা ইপিআই মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুলস্নাহ আল মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মেল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আতাউর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বাইসাইকেল বিতরণ

ম ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের গেরদায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দাতব্য প্রতিষ্ঠান এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তমবারের মতো গেরদা আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ২০ জন ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়েছে। সংস্থাটি ইতোমধ্যে এই স্কুলের ১৩২ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করেছে। ৭ম শ্রেণির শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নূরুল আলম। এরপর অন্য ছাত্রীর হাতে সাইকেল তুলে দেন ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি. রহমান, কামাল আহমেদ, হোসেন আল রাশেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

নির্বাচনী প্রচারণা

ম ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ দ্বিতীয়ধাপে নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের আলোক ফাউন্ডেশন হাসপাতালের স্বত্বাধিকারী মো. লোকমান হোসেন পক্ষে ভোট চাইলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। শুক্রবার উপজেলার দিগড় ইউনিয়নের হামিদপুর বাজার, ব্রাহ্মণশাসন, কদমতলী তৃণমূল ভোটারদের কাছে মোটর সাইকেল প্রতীকে ভোট প্রদান করে জয়যুক্ত করার আহ্বান জানান। এ সময় ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য ড. মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায় এস এম শোয়েব রানা, দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুলস্নাহ আল মামুন বিদু্যৎ প্রমুখ।

মতবিনিময় সভা

ম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

উজিরপুর উপজেলা ও পৌর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজুর রহমান ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উজিরপুর প্রেস ক্লাবের সভাকক্ষে প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন শরীফ, সাবেক সভাপতি মো. মহসিন মিয়া লিটন, সহ-সভাপতি সৈয়দ নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম, কার্য নির্বাহী সদস্য সরদার সোহেল, সদস্য তালহা জাহিদ। এছাড়াও ছিলেন সহ-সভাপতি নাসির উদ্দীন বালি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাওছার হোসেন, কোষাধ্যক্ষ রিদয় আহম্মেদ, প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. বাহারুল ইসলাম।

শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা জেলা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ প্রতিযোগিতায় সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার হিসেবে শ্রেষ্ঠ স্থান অর্জন করায় তার এই কর্মজীবনের সফলতা কামনা করেন সাঘাটা উপজেলা মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা এবং উপজেলার সাংবাদিক ও সুশীল সমাজ অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

শুভ উদ্বোধন

ম সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশের মতো সীতাকুন্ড উপজেলা ও স্বাস্থ্য কমপেস্নক্স ও জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন রাশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুলস্নাহ, শিক্ষা অফিসার নুরুছোফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, এম ও এম সি এইচ পরিবার পরিকল্পনা বিভাগের ডা. নিগার সুলতানা।

পুষ্টি সপ্তাহ

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

'স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে' এই প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সভাকক্ষে এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক উপস্থিত ছিলেন। এসময় বক্তারা সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে