শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

৫ দিন ধরে বিদু্যৎ নেই মিরসরাই সদর ইউনিয়নে

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১১ মে ২০২৪, ০০:০০
৫ দিন ধরে বিদু্যৎ নেই মিরসরাই সদর ইউনিয়নে

চট্টগ্রামের মিরসরাইয়ের সদর ইউনিয়নের পশ্চিম কিছমত জাফরাবাদের আশ্রয়ণ প্রকল্প এলাকায় বিদু্যৎ আসেনি ৫ দিন ধরে। এতে বিপাকে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের প্রায় ১১০ পরিবার। আশ্রয়ণের মানুষদের পাশাপাশি এই এলাকার আরও অনেক পরিবারের ঘরে বিদু্যৎ নেই।

সরেজমিন শুক্রবার দুপুরে আশ্রয়ণ প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে, দোকানের ফ্রিজে থাকা আইসক্রিম বাইরে ফেলে দিচ্ছে এক দোকানদার।

আশ্রয়ণ প্রকল্পের সুমন নামে এক দোকানি জানান, তার দোকানের পাশে খুঁটির একটি তার ছিঁড়ে গেছে। এই তার লাগানোর জন্য পলস্নী বিদু্যতের লোকজন টাকা চাচ্ছে।

মোজাম্মেল নামে এক অটোরিকশা চালক জানান, বিদু্যতের কারণে ৫ দিন রিকশায় চার্জ দিতে পারেননি। এখন টাকার কারণে খাবারও জুটে না। চট্টগ্রাম পলস্নী বিদু্যৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম আদনান আহমেদ বলেন, 'পলস্নী বিদু্যতের কর্মীরা টাকা নিলে পুলিশকে ধরিয়ে দেন, না হয় আমাকে সাথে সাথে জানান। এলাকার কিছু দালাল টাকা তুলছে।' আশ্রয়ণ প্রকল্প এলাকায় দ্রম্নত বিদু্যৎ সরবরাহ করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে