শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

অনুমোদন না থাকায় সৈয়দপুরে হাসপাতাল সিলগালা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ১১ মে ২০২৪, ০০:০০
অনুমোদন না থাকায় সৈয়দপুরে হাসপাতাল সিলগালা

নীলফামারীর সৈয়দপুরে অনুমোদন না থাকায় ও চিকিৎসায় অবহেলায় রোগীর মৃতু্যর ঘটনায় শহরের শহীদ তুলশিরাম সড়কের মা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের হাসপাতাল বিভাগ সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার অভিযান চালিয়ে হসপিটালটি সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় হাসপাতালের মালিক ফয়সাল আহমেদ পিন্টুকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডের আদেশ দেন। পরে জরিমানার টাকা জমা দেওয়ায় মালিককে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই হসপিটাল চালানোর অনুমতি না পেলেও মা ও প্রসূতি নারীর সিজারসহ বিভিন্ন অপারেশনসহ হসপিটাল হিসাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছিল। অথচ হাসপাতালের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞ জনবল যেমন ডাক্তার, নার্স না থাকায় বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে অপারেশন করা হতো। অভিযান পরিচালনার সময় সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. চন্দন রায়, উপজেলা স্বাস্থ্য বিভাগের ডা. মোখলেছুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন, ডায়াগনস্টিক সেন্টার সৈয়দপুরের মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, দারোগা অপূর্বের নেতৃত্বে থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে