অষ্টগ্রামে প্রার্থীদের চিন্তার কারণ বিএনপি'র নীরব ভোট

প্রকাশ | ১১ মে ২০২৪, ০০:০০

হাওড়াঞ্চল প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির নীরব ভোট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানা গেছে। আগামী ২১ মে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিন প্রার্থী রয়েছে। কোন প্রার্থী নির্বাচিত হলে তথা উপজেলার উন্নয়ন হবে, কোন প্রার্থী বিজয়ী হলে উপজেলার সাধারণ ভোটারদের উপকারে আসবে এই হিসাব কষছে ভোটাররা। অন্যদিকে গত ২ তারিখ প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারের ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। তবে সাধারণত জনগণের অভিমত উপজেলা পরিষদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে কিন্তু নির্বাচনের তেমন আমেজ নেই। এদিকে সাধারণ ভোটারদের মন জোগাতে বিরামহীন দৌড়ঝাঁপসহ গণসংযোগ করে যাচ্ছে প্রার্থীরা। সূত্র বলছে, এবার উপজেলা পরিষদ নির্বাচনে এই উপজেলায় বিএনপির কোনো প্রার্থী না থাকায় এবং কোনো দলীয় প্রতীক না থাকার কারণে নির্বাচনের আমেজ তেমন নেই। তাছাড়াও বর্তমান ক্ষমতাসীন দলের তিন প্রার্থী রয়েছে, সেই ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের ভোটের বিষয় মাথায় রেখে এগোতে হবে প্রার্থীদের। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দু'বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, 'অতীতের অভিজ্ঞতা থেকে বলছি বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে আসেন না। বড় নেতারা ভোট কেন্দ্র যেতে কর্মীদেরকে নিরুৎসাহিত করেন। তবে ছোট ছোট কর্মীরা আসেন।' অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের নেতা এ এফ মাশুক নাজিম বলেন, এই উপজেলার সকল জনগণের কাছে তিনি ভোট প্রত্যাশি। অন্যদিকে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল বলেন, 'এই নির্বাচনে বিএনপির কোনো সম্পৃক্ততা থাকবে না। সকল নেতাকর্মীদের কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া আছে এই সরকারের অধীনে নির্বাচনে ভোট বর্জন করার। সেই লক্ষ্যে কাজ করছে তারা। এরপরও যদি কোনো নেতাকর্মী কোনো প্রার্থীর পক্ষে কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।