উপজেলা পরিষদ নির্বাচন

চতুর্থ ধাপে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

প্রকাশ | ১১ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৫৬টি উপজেলায় তিনটি পদে মোট ৭৩৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার ছিল এই ধাপে মনোনয়ন দাখিলের শেষ দিন। চতুর্থ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৫ জুন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা, বিজয়নগর উপজেলা ও নবীনগর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ২০জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গত বৃহস্পতিবার প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদরে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, সৌদি আরবের রিয়াদ আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন ও আবদুল কারিম। এছাড়াও উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিজয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল জাবেদ, মোশাহেদ হোসেন, হারুনুর রশিদ ও মুজিবুর রহমান। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নবীনগর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক নুরুন্নাহার বেগম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এইচএম আল আমিন আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক হাবিবুর রহমান, নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম, ফারুক আহমেদ ও আবদুল মতিন। ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রূপসা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার রূপসা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দীন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, সদস্য অধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম মোলস্না, উপজেলা যুবলীগ নেতা নোমান উসমানী রিচি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল ওদুদ মোড়ল। তাছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুলস্নাহ যোবায়ের, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিরন শেখ ও ইদ্রিস আলী হাওলাদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা আফরোজ মনা ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা। নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন তাজওয়ার মোহাম্মদ ফাহিম, আতাউর রহমান ও নিজামুল হাসান। ভাইস চেয়ারম্যান পদে আফতাবুজ্জামান, গোলাম ফিরোজ করিব, আইনুল হক চৌধুরী, আব্দুর রাজ্জাক, আজিজার রহমান ও ওয়ায়েস করুনী। মহিলা ভাই চেয়ারম্যান পদে পারুল বেগম, শিউলী বেগম, শাবানা খাতুন ও শেফালী বেগম রেখা মনোনয়নপত্র দাখিল করেছেন। মনপুরা (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার মনপুরায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বীপক, সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়া, যুগ্ম-সম্পাদক অলিউলস্ন্যাহ কাজল ও উপজেলা যুবলীগ সদস্য ছিদ্দিকুর রহমান। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোলস্না ও সাবেক ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হেলাল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার রেবু, ইয়াসমিন জাহান মিনু ও আমেনা বেগম। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান মনোয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান এসএফএ এম শাহজাহান, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম ও আওয়ামী লীগ নেতা সৈয়দ শাহ হাবিব উলস্নাহ সূচন। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশঅদ আলী, চা-শ্রমিক নেতা ধীরা নায়েক, আওয়ামী লীগ নেতা সৈয়দ সামছুল আরেফীন রাজিব, আসাদুজ্জামান গেন্দু ও সোলাইমান মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শেলী, আওয়ামী লীগ নেত্রী ফাতেমা তুজ জোহরা ও সাংবাদিক আছমা আক্তার চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আকতার হেলেন ও ভাইস চেয়ারম্যান মুজবউদ্দিন তালুকদার নির্বাচনে অংশগ্রহণ করছেন না। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল লায়েশ দুলাল এ তথ্য নিশ্চিত করেন।