চার জেলায় আরও ৪ জনের মৃতু্য

মাধবদীতে বজ্রপাতে ২ জন নিহত

প্রকাশ | ১১ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নরসিংদীর মাধবদীতে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। এ ছাড়া বিদু্যৎস্পৃষ্ট, আত্মহত্যায় চার জেলায় আরও ৪ জনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- মাধবদী (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর মাধবদীতে ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিক ও পাশেই ফুটবল খেলার সময় এক কিশোরের মৃতু্যর খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী পাঁচদোনা ইউনিয়নের চাকশাল মাঠে এ ঘটনা ঘটে। মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকার তাহের আলীর ছেলে বিজয় মিয়া (১৭) ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর এলাকার কবির মিয়া (২৭)। আহত দুজন হলেন সিরাজ মিয়া ও সৌরভ। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদু্যৎস্পৃষ্ট হয়ে মাহিন (১৩) নামে এক ছাত্র নিহত হয়েছে। শুক্রবার উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধারানাগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহিন ওই গ্রামের আব্বাছের ছেলে এবং কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোংলা উপজেলার চিলা হলদিবুনিয়া গ্রামে সুভাষ মৌলিক (৫৭) নামে এক ব্যক্তি তেঁতুল গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে মোংলা থানা পুলিশ সুভাষ মৌলিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সুভাষ মৌলিক হলদিবুনিয়া গ্রামের মৃত বাবু রাম মৌলিকের ছেলে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর কলাপাড়ায় মোসা. হালিমা জান্নাত মালিহা (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টায় পৌরশহরের মুসলিমপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হালিমা উপজেলার মৎস্যবন্দর মহিপুর এলাকার বস্ত্র ব্যবসায়ী মো. শহীদ মোলস্নার মেয়ে এবং কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ডিগ্রি তৃতীয়বর্ষের শিক্ষার্থী। তার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের তাহিরপুর সদর বাজারে আগুন দেখতে এসে ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টায় তাহিরপুর পূর্ব বাজারে এ ঘটনাটি ঘটেছে। জানান গেছে, রাত ১১টায় হাঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে মধ্যতাহিরপুর রায় পাড়া গ্রামের ভাসমান কাপড় ব্যবসায়ী চন্দ রায় বাজারে আসেন। এসে তিনি দেখতে পান তিনি যে ঘরের মধ্যে তার বিক্রির কাপড় রেখেছেন সে ঘর তার চোখের সামনে আগুনে পুড়ছে। তা দেখে তিনি তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে আগুন নেভাতে আসা লোকজন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।