সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
রবীন্দ্রজয়ন্তী পালন \হগৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে 'রবীন্দ্রভাবনায় আজকের তারুণ্য' শীর্ষক আলোচনা, রবীন্দ্রস্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বুধবার বিকালে গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণপাঠাগারের প্রধান পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর। সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন ও যুগ্ম-পরিচালক আরিফ আহমেদ। এতে বক্তব্য রাখেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল হক, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ জি এম প্রমুখ। মতবিনিময় সভা \হরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুম ও রাজারহাট ফাজিল মাদ্রাসায় পৃথকভাবে উক্ত প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, এডিসি জেনারেল জনাব বরমান হোসেন, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান ও রাজারহাট উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিম। পুষ্টি সপ্তাহ বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধ 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাব পুষ্টিগুণে' প্রতিপাদ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার আব্দুলস্নাহেল মারুফ ফারুকীর সঞ্চালনায় বিস্তারিত কর্মসূচি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. রমজানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, সাধারণ সম্পাদক সালেহ আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। প্রশিক্ষণ কর্মশালা \হবাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুরে ২৫ জন কৃষক-কৃষাণী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হল মিলনায়তনে উপজেলার সরারচর ইউনিয়নের বিএডিসির পার্টনার প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সেচ কাজে এওয়ার্ড প্রযুক্তির ব্যবহার ও পানি সাশ্রয়ী করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়। এ সময় কৃষক-কৃষাণীদের প্রযুক্তি ব্যবহার ও পানি সাশ্রয়করণের সরঞ্জামাদিস্বরূপ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলিয়ারচর বিএডিসি জোনের সহকারী প্রকৌশলী শাওন মালাকার, বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, বিএডিসি উপ-সহকারী প্রকৌশলী রওকন জাহান প্রমুখ। জনসচেতনতা সভা \হচৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার চৌদ্দগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডা. আবু মুহাম্মদ হাসান, ডা. মেজবাহ উল আলম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন, নার্সিং সুপারভাইজার খালেদা রওশন আরা, সেনিটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন, হাবিবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক জসিম উদ্দিন প্রমুখ। পুষ্টি সপ্তাহের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ডা. আল রায়হান পাটোয়ারী। চাল বিতরণ \হঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি 'শেখ হাসিনার বাংলদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে খাদ্য অধিদপ্তর বরাদ্দকৃত ১৫২ জন নারীকে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলায় জামুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস, সচিব জেসমিন আক্তার ও পরিষদের সদস্যরা। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক \হশাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওয়ালিউর রহমান মোলস্না। জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় তিনি এ গৌরব অর্জন করেন। তিনি ২০০৮ সালে সূচীপাড়া ডিগ্রি কলেজে প্রভাষক পদে যোগদান করেন। ২০২৩ সালে তিনি সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের প্রয়াত শিক্ষক নূরুল ইসলামের ছেলে। এ অর্জনে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও একজন আদর্শ শিক্ষক হিসেবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। সার্জারি কার্যক্রম \হমাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রথমবারের মতো জেনারেল সার্জারি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রাজনগর গ্রামের রমজান মিয়াকে (২৫) এপেন্ডিসেকটমি অপারেশন করেন জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. ফরহাদ আহমেদ চৌধুরী। তাকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জুনিয়র কনসালট্যান্ট (এনেসথেসিয়া) ডা. সুদীপ চৌধুরী। আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবুল হাসনাত ও সহকারী সার্জন ডা. রকিবুল ইসলাম। উপজেলা স্বাস্থ?্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন জানান, 'হবিগঞ্জ জেলায় প্রথমবার জেনারেল সার্জারি কার্যক্রম মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চালু হয়েছে। প্রশিক্ষণ কর্মশালা ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মওলা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক পিপিএম ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান। বক্তব্য রাখেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেদুল হাসান। এতে সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আউয়াল, থানার ওসি আতিয়ার রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ কলেজ ম সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠত্বের সব পুরস্কার পেয়েছেন সখীপুর আবাসিক মহিলা কলেজ। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ), শ্রেষ্ঠ অধ্যক্ষ, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট রোভার শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থীসহ ছয়টি বিভাগে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন ওই শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ এ ঘোষণা দেন। সূত্র জানায়, এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার কলেজ পর্যায়ে সবগুলো বিভাগে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে সখীপুর আবাসিক মহিলা কলেজ। সাধারণ সভা ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ট্রোল ফ্রি চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ- সিএসপিবি'র লক্ষ্যে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুলস্নাহেল মারুফ ফারুকী, থানার কর্মকর্তা ইনচার্জ শ্যামল বণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, সাধারণ সম্পাদক সালেহ আহমদ প্রমুখ। অবহিতকরণ সভা ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার তিতাসে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা ও স্পট রেজিস্ট্রেশন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিলস্না-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর। আরও উপস্থিত ছিলেন কুমিলস্না (উত্তর) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান জয়, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ, কুমিলস্না জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশ প্রমুখ। জন সমাবেশ ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বোচাগঞ্জে ভূমি অধিকার, কৃষি ভূমি সংস্কার ও সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জনসংগঠন সমন্বয় পরিষদের সভা প্রধান নিষিকান্ত রায়ের সভাপতিত্বে এবং সিডিএ বিরল বোচাগঞ্জের আঞ্চলিক সমন্বয়কারী কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডালিম সরকার। এছাড়াও সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ সাহান, জনসংগঠন ঐক্য পরিষদ বিরল বোচাগঞ্জের সভাপতি মানিক অধিকারী, সেতাবগঞ্জ আখচাষি সমিতির সদস্য আব্দুলস্নাহ আল মামুন, ইউপি সদস্য হাসিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। খাদ্যসামগ্রী বিতরণ ম বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের বোয়ালমারীর ১৫ জন এতিম শিক্ষার্থী পেয়েছে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা। 'দারিদ্রের বিরুদ্ধে একতা' এই প্রতিপাদ্যে 'অরফান স্পন্সরশিপ প্রজেক্ট বাংলাদেশ-২০২৪' এর উদ্যোগে 'ওয়ান উম্মাহ'-এর আয়োজনে এই খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামে অবস্থিত বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান নান্নু মিয়া। ইতিহাস সম্মেলন ম বরিশাল অফিস বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক ইতিহাস সম্মেলন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক এ সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুলস্নাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। মুখ্য বক্তা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ অধ্যাপক ড. অমিত দে। বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী। বারি পরিদর্শন ম গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মাহবুবুল হক পাটওয়ারী। বৃহস্পতিবার তিনি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা। পরে বারি মহাপরিচালকের কক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। পরে তিনি ইনস্টিটিউটের বিভিন্ন কেন্দ্র, বিভাগ, শাখার গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোস প্রকাশ করেন। জন্ম জয়ন্তী পালিত ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম জয়ন্তীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রগতি মঞ্চে পার্বতীপুর প্রগতি সংঘ এ আয়োজন করে। বাংলাদেশ রেলওয়ের টিটিই সুমন সরকারের সঞ্চালনায় প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পরিচালনায় ও শ্রীমন পরিবারের সার্বিক সহযোগিতায় এতে স্বাগতিক বক্তব্যে রাখেন সংঘের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন প্রগতি সংঘের সভাপতি আনোয়ারুল হক, সাবেক সভাপতি প্রদীপ দত্ত, ইয়ং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন। মতবিনিময় সভা ম বেলাব (নরসিংদী) প্রতিনিধি নরসিংদী বেলাবতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার শামীমা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান। উপস্থিত ছিলেন উপজেল কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন, বেলাব সরকারি পাইলট মর্ডান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু প্রবীর কুমার ঘোস, বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ। মেধাবৃত্তি প্রদান ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সাতকানিয়ায় কাঞ্চনা সমিতি চট্টগ্রামের উদ্যোগে মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও সমিতির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মাবুদ চৌধুরী, মুক্তিযোদ্ধা বাবুল চন্দ্র পাল ও আ হ ম মামুন অর রশিদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন করা হয়। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল বশারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রকৌশলী স্বপন কুমার পালিত। বিশেষ অতিথি ছিলেন কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য রূপ কুমার নন্দী খোকন প্রমুখ। পেনশন মেলা ম ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের ভান্ডারিয়ায় সর্বজনিন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহেদুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রানা, অফিসার ইনচার্জ আবির হোসেন, পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, তেলিখালী ইউপি চেয়ারম্যান সামসুদ্দীন হাওলাদার, গৌরিপুর ইউপি চেয়ারম্য মজিবুর রহমান, নদমূলা শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দীন আরিফসহ উপজেলার সব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।