কাজিপুরে স্বস্তিদায়ক বৃষ্টি

প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তীব্র তাপপ্রবাহের পর সিরাজগঞ্জের কাজিপুরে গতকাল রাতে শান্তিপূর্ণভাবে বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। বেশ কিছু দিন ধরে ভয়াবহ গরমে মানুষের জীবন বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছিল। গত সপ্তাহ খানেক আগে গান্ধাইল গ্রামের পাটাগ্রামের পিয়ার আলী নামে জনৈক কৃষক চরের জমিতে কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে মারা যান। ভয়াবহ খরায় ইরিবোরো ধান পানির অভাবে শুকিয়ে যেতে বসেছিল। কাজিপুরে হটাৎ মুষূলধারে বৃষ্টি হয়েছে। মাত্র আধা ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে কাজিপুর কৃষি অফিস। দীর্ঘ খরার পর ঝড়-ঝঞ্ঝাসহ বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকলেও কোনোটাই না হয়ে স্বস্তিদায়ক বৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা জানান খরার কারণে কোনো কোনো এলাকায় জমিতে পানির কিছুটা স্বল্পতা দেখা দিয়েছিল, তবে এই বৃষ্টিতে সেই সংকট কেটে ওঠেছে। কাজিপুর কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কাজিপুরে চলতি মৌসুমে ১৩০৮০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, অনুকূল আবহাওয়ার জন্য চলতি ইরি বোরো মৌসুমে কাজিপুরে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।