বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

উপজেলা পরিষদ নির্বাচনে নিকলীতে বাঘে-মহিষের লড়াই

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১০ মে ২০২৪, ০০:০০
উপজেলা পরিষদ নির্বাচনে নিকলীতে বাঘে-মহিষের লড়াই

আগামী ২১ মে নিকলী উপজেলা পরিষদ নির্বাচন। সাতটি ইউনিয়ন নিয়ে নিকলী হাওড় উপজেলা গঠিত। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ১৯ হাজার।

উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ভূইয়া জনি (মোটর সাইকেল) ও শিল্পপতি মোকারম সর্দার (আনারস)।

দুই চেয়ারম্যান প্রার্থী জনগণের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোটপ্রার্থনা করছেন। আপাত দৃষ্টিতে নিকলী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতি মহলস্না, গ্রাম্য বাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে।

বর্তমান উপজেলা চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ভূইয়া জনি গত ৫ বছর উপজেলার উন্নয়নে কাজ করে গেছেন। তার পরিবারটি নিকলী উপজেলায় একটি রাজনৈতিক পরিবার।

অন্যদিকে প্রয়াত নূরুল ইসলামের ছেলে শিল্পপতি মোকারম নিকলী উপজেলায় নিজ অর্থায়নে বিভিন্ন ইউনিয়নে কবরস্থান, রাস্তাঘাটসহ বিভিন্ন কাজ করেছেন। তার ইউনিয়ন দামপাড়ায় নূরুল ইসলাম মডেল কলেজ, একটি কিন্ডারগার্টেন স্কুল স্থাপন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে