বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

কালিয়াকৈরে ফুটওভার ব্রিজের নিচে রাস্তা দেবে গিয়ে যান চলাচলে দুর্ভোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ১০ মে ২০২৪, ০০:০০
কালিয়াকৈরে ফুটওভার ব্রিজের নিচে রাস্তা দেবে গিয়ে যান চলাচলে দুর্ভোগ

গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়সংলঘ্ন ফুটওভার ব্রিজের নিচে রাস্তা দেবে গিয়ে সেচকাজে ব্যবহৃত পানি নিষ্কাশনের ড্রেনের বা নালার মতো সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। যেকোনো মুহূর্তে ব্যস্ততম মহাসড়কে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিন ওই স্থানে গিয়ে দেখা যায়, রাস্তার ওপর বিটুমিনসহ পাথর দুই দিকে সরে গিয়ে পানির নিষ্কাশনের ড্রেনের আকার ধারণ করেছে। এতে রাস্তার পিস ওপরের দিকে উঠে গিয়ে দেয়ালের মতো হয়ে গেছে। বর্তমানে ঝুঁকি নিয়েই যানবাহনের চালক তাদের গাড়ির দুই দিকের চাকা দুটি গর্ত দিয়েই চালাচ্ছেন। রাস্তার পাথরের নিচের যে বালি দেওয়া হয়েছিল বালিসহ স্থানটি নিচের দিকে ডেবে গেছে। ফলে যান চলাচল করছে ধীরগতিতে। এ কারণে ওই স্থানে প্রতিদিন যানজট লেগেই থাকে। ১ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। নতুন রাস্তা নির্মাণের বছর যেতে না যেতেই রাস্তার এমন বেহাল অবস্থা দেখে চলাচলরত চালকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ছাড়া প্রতিদিন ওই স্থানের পাশেই ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে গাড়ি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এতে ওই স্থানে যানজটের আকার আরও তীব্র হচ্ছে।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বিপস্নব পাল জানান, রাস্তাটি তাদের আন্ডারে নয়, রাস্তাটি রোডস অ্যান্ড হাইওয়ের আন্ডারে। রাস্তার ক্ষয়ক্ষতির সব দায়দায়িত্ব তাদের। বিষয়টি তারা সমাধান করবে। তবে রাস্তার এমন বেহাল অবস্থা কেন, তারা দ্রম্নত সমাধান করছে না এটা খুবই দুঃখজনক বিষয়।

এ ব্যাপারে সড়ক ও জনপথের গাজীপুর জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শরিফুল আলমের অফিসিয়াল নম্বর ও মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে