আজমিরীগঞ্জে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারিয়েছেন চার প্রার্থী। বুধবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচন কমিশনের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে এ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১ লাখ ও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার। নির্বাচনি আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ (১২.৫ শতাংশ) ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। জামানত বাজেয়াপ্ত হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মর্ত্তুজা হাছান (আনারস), ডা. রেজাউল করিম (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান প্রার্থী হিরেন্দ্র পুরকায়স্থ (বই) ও হারুনুর রশিদ (মাইক)।