বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

গৌরীপুরে ধানের মণ ১৫শ' টাকা করার দাবিতে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১০ মে ২০২৪, ০০:০০
গৌরীপুরে ধানের মণ ১৫শ' টাকা করার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের গৌরীপুরে প্রতি মণ ধানের মূল্য ১৫শ' টাকা, সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় ও ঢলতা প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে উপজেলার গৌরীপুর-বেখৈরহাটি সড়কের বীর আহাম্মদপুর ফকিরবাড়ির মোড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি গৌরীপুর শাখার সভাপতি মজিবুর রহমান ফকির। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিয়াজুল হাসনাত। বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি তোফাজ্জল হোসেন হেলিম, কৃষক মো. স্বপন মিয়া, ফখর উদ্দিন মাস্টার প্রমুখ।

বক্তরা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এ বছর উৎপাদন খরচ বাড়ায় প্রতি মণ ধানের মূল্য কমপক্ষে ১৫শ' টাকা করতে হবে। ধানের আড়ত ও মহাজনদের ঘরে প্রতি মণ ২-৩ কেজি ধান বাড়িয়ে ঢলতা প্রথা চালু করে ৪০ কেজি মণের স্থলে ৪২-৪৩ কেজি ধান নেয়া হচ্ছে এ প্রথা বাতিল করতে হবে। সরকার ঘোষিত মূল্যে ও শর্তে সাধারণ কৃষক খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারছে না, প্রযুক্তি ব্যবহার করে কৃষকের জমি থেকে সরাসরি ধান ক্রয়ের দাবি জানান বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে