কালবৈশাখী ঝড়

সাগরে ডুবল ১৬ লবণবাহী ট্রলার নিখোঁজ অর্ধশত

প্রকাশ | ০৯ মে ২০২৪, ০০:০০

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের চট্টগ্রামের আনোয়ারা উপকূলে লবণবাহী ১৬টি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় কোস্টগার্ড ও নৌ-পুলিশ ৩০ জনকে উদ্ধার করলেও বুধবার সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত অর্ধশতাধিক নিখোঁজ রয়েছেন। এদিন সকাল ৮টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও বাঁশখালী থেকে লবণবোঝাই ট্রলারগুলো ঝড়ের কবলে পড়লে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকৃত মাঝিমালস্নাদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কুতুবদিয়া উপজেলার তৌফিক এলাহী ট্রলারের মাঝি মো. মানিক, নূরুল আমিন, মো. আনিস, বাঁশখালী উপজেলার আলস্নার দান ট্রলারের মাঝি মো. জিয়া, মো. আলী, মো. মানিক, মো. সোহেল, মো. মনছুর, জাবেদ আহমদ, বার আউলিয়া ট্রলারের মাঝি মো. ফারুক, বদি আলম, আবু হানিফ ও আবু তৈয়ব। প্রত্যক্ষদর্শীরা জানান, খারাপ আবহাওয়ার কারণে বুধবার সকাল থেকে সাগরে বাতাস ও ঢেউ ছিল। এ সময় লবণবাহী ১৬টি ট্রলার ডুবে যায়। পরে স্থানীয় লোকজন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা নৌকা নিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন। উদ্ধার হওয়া বার আউলিয়া ট্রলারের মাঝি ফারুক জানান, কুতুবদিয়া থেকে আসার সময় সকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে ট্রলার উল্টে ডুবে যায়। আমাদের সঙ্গে অন্তত ১৬টি ট্রলার ডুবে গেছে। প্রতিটি ট্রলারে ৫ থেকে ৭ জন মাঝিমালস্না ছিল। গহিরা বার আউলিয়া ঘাট নৌ-পুলিশের ইনচার্জ মোহাম্মদ টিটু জানান, লবণবাহী ট্রলার ডুবির ঘটনায় ৪টি ট্রলারের উদ্ধার হওয়া ১২ জন তাদের হেফাজতে রয়েছেন। অসুস্থ হয়ে পড়ায় ২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ৪ জন কোস্টগার্ড স্টেশনে রয়েছেন। বাকি ট্রলারসহ নিখোঁজ বাকিদের উদ্ধারে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।