বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

ফুলবাড়ীর ছোট যমুনা নদীতে বিষ দিয়ে মাছ নিধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ০৯ মে ২০২৪, ০০:০০
ফুলবাড়ীর ছোট যমুনা নদীতে বিষ দিয়ে মাছ নিধন

দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদীতে মাছের অভয়ারণ্যে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত গভীররাতে উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর নিমতলা ঘাটে এ বিষ প্রয়োগ করা হয়। এতে দেশি প্রজাতির মা মাছ মরে যায়।

ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

শনিবার সকালে সরেজমিন দেখা যায়, ছোট যমুনা নদীটি শুকিয়ে গিয়ে পানির প্রবাহ বন্ধ হলেও বাসুদেবপুর ঘাটে গভীর স্থানে গভীর পানি আছে। সেই পানিতে শত শত মাছ মরে ভেসে উঠছে, আবার অনেকে ভেসে থাকা মরা মাছ সংগ্রহ করছে।

স্থানীয়রা জানায়, নদীর এ স্থানটি গভীর হওয়ায় সারাবছর এখানে অনেক পানি থাকে। এ কারণে দেশি প্রজাতির শত শত মাছ এখানে বংশ বিস্তার করে। সেই মাছগুলো একেবারে মারার জন্য দুর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট নামক এক প্রকার বিষ প্রয়োগ করেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা খাতুন বলেন, নদীতে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ বন্ধ হলেও, গভীর স্থানগুলোয় সারাবছর পানি থাকে। এজন্য ওই স্থানগুলোকে মাছের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করা হয়। সেই অভয়ারণ্যে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে। এতে মা মাছগুলো মরে গেছে। এর ফলে বর্ষা মৌসুমে মাছের বংশ বিস্তারে ক্ষতিগ্রস্ত হবে ও দেশি মাছ উৎপাদনে ব্যাঘাত ঘটবে।

সহকারী কমিশনার ভূমি জাফর আরিফ চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে