বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

দুমকিতে অবৈধ নির্বাচনী ক্যাম্প ভেঙে দিলেন ইউএনও

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  ০৯ মে ২০২৪, ০০:০০
দুমকিতে অবৈধ নির্বাচনী ক্যাম্প ভেঙে দিলেন ইউএনও

পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কর্তৃক স্থাপিত নির্বাচনী ক্যাম্পগুলো ভেঙে দিয়েছেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার থানা ব্রিজ, নতুন বাজার, পাগলার মোর এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্থাপিত ওই ক্যাম্পগুলো ভেঙে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আসন্ন ১৩ তারিখের পরে অর্থাৎ প্রতীক বরাদ্দের পরে অনুমতি সাপেক্ষে প্রার্থীরা ক্যাম্প স্থাপন করতে পারবেন। এ ছাড়াও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত নমিনেশন সাবমিটের পরও উপজেলা পরিষদের গাড়ি ব্যবহার করার অভিযোগে বর্তমান চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদারের কাছ থেকে গাড়ির চাবি ছিস করা হয়েছে এবং আগামী ১৩ তারিখ প্রতীক বরাদ্দের আগে তাকে সরকারি বাসভবন ছেড়ে দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে