পটুয়াখালীর জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, 'নির্বাচনে কোনো প্রার্থী প্রভাব বিস্তার করতে পারবে না। সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন জিরো টলারেন্স।'
বুধবার পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান।
অন্যদের মধ্যে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসিম রেজা, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. মোর্শেদ তোহা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদাউস আলম খান, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। এ ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা সভায় ছিলেন।