অভয়নগরে হনুমানের কামড়ে স্কুলছাত্র আহত

প্রকাশ | ০৯ মে ২০২৪, ০০:০০

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে বিরল প্রজাতির কালোমুখো হনুমানের কামড়ে অমৃত বিশ্বাস (১১) নামে এক স্কুলছাত্র আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কোদলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্র কোদলা গ্রামের সমীরণ বিশ্বাসের ছেলে। সে কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। আহত স্কুলছাত্র অমৃত বিশ্বাস বলেন, 'বুধবার বেলা ১২টায় প্রতিবেশী গফফার দাদুর বাড়িতে একটি কালোমুখো হনুমান এসেছে শুনে দেখতে যাই। দাদুর বাড়িতে পৌঁছালে ঘরের বারান্দায় বসে থাকা হনুমানটি দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে। এসময় মাথায় হাত বুলিয়ে আদর করতে গেলে হনুমানটি আমার বুকে কামড় দিয়ে পালিয়ে যায়।' উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহানা আজমীর উর্মি বলেন, হনুমানের কামড়ে আহত স্কুলছাত্র অমৃত বিশ্বাসের বুকে ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলছে। খুলনা বিভাগীয় বন্যপ্রাণী রক্ষা কর্মকর্তা কামরুজ্জামান মুঠোফোনে বলেন, 'খাবারের সন্ধানে এ ধরনের বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এসব প্রাণীর সংস্পর্শে না যাওয়া ভালো।'