বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

বাজিতপুরে বৃষ্টির পানিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০৯ মে ২০২৪, ০০:০০
কিশোরগঞ্জের বাজিতপুরে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় বৃষ্টিতে ডুবে যাওয়া বোরো ক্ষেত -যাযাদি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের উত্তর ডুলজান মধ্য বনের হাওড়ে মাছের প্রজেক্টের মধ্যে বিভিন্ন পুকুর হওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে এই হাওড়ের প্রায় ৫শ' থেকে ৬শ' একর জমি একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। কৃষকরা এসব জমির ধান কাটতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন বলে অনেকে অভিযোগ করেন। এসব পাকা ধানি জমিকে রক্ষার জন্য জরুরিভাবে খাল কাটার দাবি জানান তারা। ক্ষতিগ্রস্ত উত্তর ডুলজান মধ্য বনের কৃষক মঞ্জু মিয়া, আইয়ুব আলী, বাছির মিয়া, সাবেক মেম্বার মোতালিব মিয়া, আমিরুল ইসলাম, মো. হাজী, রমজান মিয়া, হায়দার আলী, ফারুক মিয়া, বাক্কির মিয়া, মুর্শিদ মিয়া, আব্দুল আওয়ালসহ অর্ধশত কৃষক বলেন, এই হাওড়ের চারপাশে মাছের প্রজেক্ট গড়ে উঠেছে। এর ফলে পানি যাওয়ার পথ বন্ধ হয়ে একটু বৃষ্টিতেই ইরি বোরো ধানের জমিগুলো তলিয়ে যায়। এতে কৃষকদের প্রায় কোটি টাকার ধান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তারা এই বনকে রক্ষার জন্য অতি জরুরিভাবে খাল কাটার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে