আটঘরিয়ায় বৃষ্টি না হলেও কেটেছে দাবদাহ স্বস্তিতে মানুষ
প্রকাশ | ০৮ মে ২০২৪, ০০:০০
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়া ও এর আশপাশে এখন পর্যন্ত বৃষ্টি নেই। তবে গরমের দাবদাহ কেটে যাওয়ায় মানুষজন অনেকটাই স্বস্তিতে আছে। মাঝে মাঝে বইছে বাতাস। গত প্রায় তিন সপ্তাহ ভ্যাপসা গরম ও দাবদাহের পর ৬ এপ্রিল থেকে মেঘলাভাব ও স্বস্তির আবহাওয়া বিরাজমান। ৭ এপ্রিল দুপুর পর্যন্ত বৃষ্টি না হওয়ায় গরমের গুমোট ভাব এখনো বিরাজমান। এই এলাকায় মঙ্গলবার দুপুরের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস।
টানা প্রায় তিন সপ্তাহের প্রচন্ড গরম ও দাবদাহে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এ সময় হিটস্ট্রোকে মানুষ এবং খামারের মুরগি মারাও গেছে। ক্ষতির সম্মুখীন হয়েছে খামারিরা। সে সময় খামারের চালে বিকল্প পথে পানির ঝরনা দিয়ে মুরগি রক্ষা করতে হয়েছে।
বর্তমানে সেই অবস্থা নেই। এই এলাকায় বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বর্তমানে সহনীয় পর্যায়ে থাকলেও কাটছে না গরম। বৃষ্টির জন্য এই এলাকায় একাধিক স্থানে ইসতেসকার নামাজ আদায় করা হয়েছে।