জাবিতে প্রথম গ্র্যাজুয়েট রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশ | ০৮ মে ২০২৪, ০০:০০

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো 'নেভিগেটিং কমপেস্নক্সিটি : ইন্টারডিসিপিস্ননারি পার্সপেক্টিভস অন সোশ্যাল চ্যালেঞ্জেস' শীর্ষক গ্র্যাজুয়েট রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে কনফারেন্স উদ্বোধন করেন- উপাচার্য অধ্যাপক নূরুল আলম। প্রথমবার আয়োজিত এই কনফারেন্সে ৯টি পেস্ননারি সেশনে ৭০টি গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর, এমফিল এবং পিএইচডির শিক্ষার্থীরা তাদের গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করেন। এ ছাড়াও কনফারেন্স উপলক্ষে সমাজবিজ্ঞান অনুষদে দুই দিনব্যাপী বই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভালো করছে। বিশ্বের সেরা দুই শতাংশ গবেষকের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন গবেষক রয়েছেন, যা আমাদের জন্য গৌরবের। টাইমস হায়ার অ্যাডুকেশনর্ যাংকিংয়ে শিক্ষা ও গবেষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বুয়েটের সঙ্গে যৌথভাবে প্রথমস্থান অর্জন করেছে। এই কনফারেন্স বিশ্ববিদ্যালয়েরর্ যাংকিং এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা রাখি। কনফারেন্সে সমাজবিজ্ঞান অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।