নানিয়ারচরে নেই ফায়ার সার্ভিস স্টেশন, আতঙ্কে উপজেলাবাসী

প্রকাশ | ০৮ মে ২০২৪, ০০:০০

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করার কথা থাকলেও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় উপজেলা সদরসহ চারটি ইউনিয়নের হাট-বাজারে দোকানপাট, প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা অগ্নিঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিবছরই এ উপজেলায় অগ্নিকান্ডে মানুষের কোটি কোটি টাকার সম্পদ পুড়ে নষ্ট হচ্ছে। নানিয়ারচর উপজেলার হাট-বাজারগুলোর কোথাও অগ্নিকান্ড বা দুর্যোগ ঘটলে রাঙামাটি সদরের ফায়ার সার্ভিস স্টেশনের ওপর ভরসা করতে হয়। রাঙামাটি জেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। সম্প্রতি কয়েক বছরে এই উপজেলার আশপাশে বিভিন্ন স্'ানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাঙামাটি সদর থেকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় পৌনে এক ঘণ্টা সময় লেগে যায়। ততক্ষণে আগুনে সব কিছু পুড়ে শেষ হয়ে যায়। দেশের বর্তমান অগ্নিকান্ডের পরিস্থিতিতে দুর্গম নানিয়ারচর উপজেলায় দ্রম্নত ফায়ার স্টেশন করা জরুরি বলে মনে করছেন নানিয়ারচরবাসী। এই উপজেলায় রয়েছে একটি উপজেলা পরিষদ ও থানার স্থায়ী কার্যালয় ছাড়াও বিপিডিবির বিদু্যতের একটি স্টেশন, উপজেলার প্রশাসনিক ভবন, নানিয়ারচর সেনা জোন, নানিয়ারচর বাজার, ঘিলাছড়ি, বগাছড়ি, বুড়িঘাট, সাবেকক্ষণ এলাকাসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন কমিউনিটি কিনিক ও ব্যাংক। আশপাশে কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব স্থাপনায় অগ্নিকান্ড ঘটলে তা ভয়াবহ আকার ধারণ করার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার দিদারুল আলম জানান, জেলা অফিস থেকে নানিয়ারচরে ফায়ার স্টেশনের অপারেশনাল কার্যক্রম চালাতে হচ্ছে, যা আমাদের জন্য অতি কষ্টকর। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে নানিয়ারচর উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের জন্য সরকারিভাবে জায়গা নেওয়া হয়েছে। অচিরেই বরাদ্দ পেলে কাজ শুরু হবে।