ডাকাতিয়া নদী কচুরিপানা মুক্ত করতে দ্রম্নত পদক্ষেপ

প্রকাশ | ০৮ মে ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা ডাকাতিয়া নদী বর্তমানে দখল ও দূষণের পাশপাশি কচুরিপানায় পরিপূর্ণ। কচুরিপানার কারণে ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে নৌকা দিয়ে মালামাল পরিবহণ। শনিবার ডাকাতিয়া নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করেছেন- চাঁদপুর জেলা প্রশাসক কামরুর হাসান। নদীর দুরবস্থা পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, 'সরকারি বরাদ্দ না থাকলেও আগামী বর্ষার পূর্বেই বিডি ক্লিন'র মাধ্যমে ডাকাতিয়া নদী কচুরিপানা মুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে। এ সময় তিনি নদী রক্ষায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান প্রমুখ। উপজেলার মধ্য দিয়ে যাওয়া নদীটির বিভিন্ন অংশ কচুরিপানা জটের কারণে নদীর পানি নষ্ট হয়ে গেছে। ধানুয়া, চররাঘররায়, গোয়ালভাওড়, রামপুরসহ বিভিন্ন অংশে কথিত মৎস্য ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কচুরিপানা আটকে রেখেছে। আবার কয়েকটি স্থানে নদী প্রবাহই বন্ধ করে দিয়ে চলাচলের পথ করা হয়েছে।