ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি সংহতি জানিয়ে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ | ০৮ মে ২০২৪, ০০:০০

ইবি প্রতিনিধি
ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের হতে 'ফিলিস্তিনের শিশুদের কান্না আর না', 'মানবতার বুলি আওরানোরা আজ কোথায়', 'ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করো', 'বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে', 'স্টপ জেনোসাইড ইন গাজা, 'ডোন্ট ক্রাই প্যালেস্টাইন উই আর উইথ ইউ', 'স্টপ ইসরাইল টেরোরিস্ট এক্টিভিটি ইন গাজা' ইত্যাদি বিভিন্ন পস্ন্যাকার্ড দেখা যায়। মানববন্ধন কর্মসূচিতে ফিলিস্তিনের পতাকা ও পস্ন্যাকার্ড হাতে প্রায় তিন শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জাকারিয়া বলেন, 'আজ যারা জাতিসংঘের দায়িত্বে আছেন তারা কি মানুষ। যখন ইউক্রেনে হামলা হয় তখন আপনাদের মায়াকান্না হয়, কিন্তু যখন ফিলিস্তিনের নারীদের ধর্ষণ করা হয়, শিশুদের হত্যা করা হয় তখন কেন নীরবতা পালন করা হয়। আমরা বিশ্বকে জানাতে চাই ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যা প্রয়োজন তা অতিদ্রম্নত ব্যবস্থা করা হোক।