ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানুষের জিনগত রোগবিষয়ক সেমিনার

প্রকাশ | ০৮ মে ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে 'মলিকুলার বেসিস অফ ডিজিস : বায়ো কেমিক্যাল পার্সপেক্টিভ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিভাগের সেমিনার হলে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্জ (প্রো-ভিসি) প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডক্টর মো. মুহাম্মদ উমর ফারুক। সেমিনারে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও সেমিনারের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। সেমিনারে মানুষের বিভিন্ন জিনগত রোগের কারণ অনুসন্ধান ও উন্নততর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মো. আশেকুল ইসলাম উলেস্নখিত বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন এবং ছাত্রছাত্রীদের মধ্য থেকে ১৮টি মৌলিক গবেষণা কর্ম উপস্থাপন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে বায়ো কেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগের সামনে প্রধান অতিথি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন।