বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

আলীকদমে বিশুদ্ধ পানির তীব্র সংকট

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ০০:০০
আলীকদমে বিশুদ্ধ পানির তীব্র সংকট

বান্দরবানের আলীকদমে নিরাপদ পানির অভাবে সংকটাপন্ন হয়ে পড়েছে জনজীবন। উপজেলাজুড়ে বিশুদ্ধ পানির জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে। রিংওয়েল, নলকূপ, কুয়া, পুকুর ও ডোবা শুকিয়ে যাচ্ছে। পানির জন্য দীঘি ও নদীর দিকে ছুটছে মানুষ। জনস্বাস্থ্য প্রকৌশল অফিস থেকে অকেজো রিংওয়েলগুলো সংস্কার ও নতুন রিংওয়েল নির্মাণের কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার পানবাজার, উত্তর পালংপাড়া, ভারত মোহনপাড়া, মহলুপাড়া, পূর্ব পালংপাড়া, দক্ষিণ-পূর্ব পালংপাড়া, সিলেটিপাড়া, দানু সর্দারপাড়া, বাসটার্মিনাল এলাকা, মোস্তাকপাড়া, ঠান্ডা মিয়াপাড়া, থানাপাড়া, ছাবের মিয়াপাড়া, নয়াপাড়া, রোয়াম্ভূ, রেপারপাড়া, ১ নং পুনর্বাসনসহ দুর্গম পাহাড়ি পলস্নীতে সর্বত্র এখন বিশুদ্ধ পানির সংকট চলছে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নারী-পুরুষ দল বেঁধে পানির জন্য ছুটে।

যেসব নলকূপ রিংওয়েল কুয়ায় পানি মেলে তাও যৎসামান্য। আবার ওই সব উৎস থেকে পানি সংগ্রহে দীর্ঘ লাইন টেনে অনেকে পানি না পেয়ে খালি হাতে ফিরে যায়। তীব্র দাবদাহে শুকিয়ে যাচ্ছে সব নিরাপদ পানির উৎস। সম্ভাব্য স্থানে পানির সন্ধানে কুয়া কুড়েও এক কলসি পানি মেলানো দায়ভার হয়ে পড়েছে। কিন্তু ওই সব উৎস থেকে পানি পেলেও তা নিরাপদ নয় বলে স্বাস্থ্য বিষয়ক সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

দুর্গম পাহাড়ি পলস্নীতে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। ছড়ার দূষিত পানিতে চলছে তাদের দিনযাপন। দূষিত পানি খেয়ে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পড়ছে মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে