বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

২২ ঘণ্টা বিদু্যৎ বিচ্ছিন্ন কিশোরগঞ্জের হাওড় এলাকা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ০০:০০
২২ ঘণ্টা বিদু্যৎ বিচ্ছিন্ন কিশোরগঞ্জের হাওড় এলাকা

কিশোরগঞ্জের হাওড় বেষ্টিত উপজেলা বাজিতপুর, নিকলী ও কুলিয়ারচরের ওপর দিয়ে গত রোববার কালবৈশাখী বয়ে গেছে। এতে ওইসব এলাকায় বিপিডিপি ও আরইবি'র বিদু্যৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বিদু্যৎহীন অবস্থায় থাকে এ এলাকার এক লাখ মানুষ।

গত সোমবার বিকালে বিদু্যৎ লাইন সংস্করণ করা হয়। এতে ২২ ঘণ্টা পরে বিদু্যৎ সংযোগ পায় গ্রাহকরা।

গ্রাহকরা জানায়, মাত্র দুই ঘণ্টার ঝড়ে ২২ ঘণ্টা বিদু্যৎহীন থাকতে হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যাবে ভৌতিকভাবে বেশি বিদু্যৎ দিতে হচ্ছে। কিছু কিছু অসাধু কর্মকর্তা- কর্মচারীর কারণে এমন বিরম্বনায় পড়তে হয়।

অন্যদিকে এই কালবৈশাখীতে যেমন কৃষকের বীজতলা, কৃষি জমির ক্ষতি হয়েছে, তেমনি বিদু্যৎ না থাকার কারণে বিভিন্ন শিল্পকারখানারও ব্যাপক ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে