বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

মিরসরাইয়ে টাকা বিতরণের সময় প্রার্থীকে জরিমানা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ০০:০০
মিরসরাইয়ে টাকা বিতরণের সময় প্রার্থীকে জরিমানা

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোহাম্মদ আতাউর রহমানের (ঘোড়া) পক্ষে টাকা বিতরণ করায় তার এক আত্মীয়কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী। কিন্তু কাকে জরিমানা করেছেন এই তথ্য সাংবাদিকদের দিচ্ছেন না তিনি।

সোমবার সকালে উপজেলার ৪নং ধুম ইউনিয়নের শান্তিরহাট এলাকায় বদিউল আলমের বাড়িতে ভোটারদের টাকা বিতরণের সময় শেখ মোহাম্মদ আতাউর রহমানের বেয়াই (মেয়ের শশুর) নুরুল আলমকে এই অর্থদন্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, নুরুল আলম নিজবাড়িতে সোমবার সকালে নিজবাড়িতে শতাধিক নারী-পুরুষকে লাইনে দাঁড় করিয়ে বেয়াই শেখ মোহাম্মদ আতাউর রহমানের পক্ষে ভোট দেওয়ার জন্য টাকা বিতরণ করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী সেখানে গিয়ে এর সত্যতা পান। পরে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এর ৩২ ধারা অনুযায়ী নুরুল আলমকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোহাম্মদ আতাউর রহমান (ঘোড়া) জানান, 'কে কোথায় টাকা বিতরণ করেছে আমি অবগত নই। টাকা বিতরণের বিষয়ে আমি কিছু জানি না।'

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, 'কাকে জরিমানা করা হয়েছে আপনারা খোঁজ নেন।'

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, 'প্রার্থীর জরিমানার তথ্য অবশ্যই দিতে হবে। আপনি স্থানীয় নির্বাচন কর্মকর্তাকে ফোন দেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে