দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানউলস্নাহ আমানকে বিদেশ যেতে অনুমতি দিয়েছে আপিল বিভাগ; তবে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে এক মাসের মধ্যে তাকে দেশে ফিরতে হবে।
সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের এক নম্বর বেঞ্চ এ আদেশ দেয়। আমান চিকিৎসার জন্য
বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করায় এ আদেশ দিলেন সর্বোচ্চ আদালত।
আমানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদ উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানউলস্নাহ আমানকে গত ২০ মার্চ জামিন দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার শর্ত দেওয়া হয়। এরপর তিনি
কারামুক্ত হন।
২০০৭ সালের ৬ মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে এ মামলা করে দুদক।