বাইশারী বাজারে অগ্নিকান্ডে চার পরিবারের ঘর পুড়ে ছাই

প্রকাশ | ০৭ মে ২০২৪, ০০:০০

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে অগ্নিকান্ডের ঘটনায় চারটি দোকান ও চারটি ফ্যামিলি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোররাত বাইশারী বাজারের হাফেজ খানা সংলগস্ন আবদুস সালাম প্রকাশ কেরাম মাঝির মালিকানাধীন দোকান ঘর ও ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এতে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা হবে বলে প্রাথমিক পর্যায়ে ধারণা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শী ও বাসায় অবস্থান করা ব্যবসায়ী জাহাংগীর আলম জানান, প্রথমে তার পাশের দোকান থেকে আগুনের সূত্রপাত দেখে সবাইকে জানান তিনি। পরে মসজিদের মাইকে আগুন লাগার কথাটি ঘোষণা করায় লোকজন এসে প্রাণপণ চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। বাইশারী বাজারের সভাপতি জাহাংগীর আলম বাহাদুর বলেন, কিভাবে আগুন লাগল তা এখনো জানা যায়নি। তবে মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকারিয়া বলেন, তিনি অগ্নিকান্ডের ঘটনাটি জেলা প্রশাসককে অবগত করেছেন। ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলে তালিকা তৈরি করা হবে।