ফটিকছড়িতে বিদু্যৎস্পৃষ্টে নিহত বৃদ্ধার পরিবারের পাশে ইউএনও

প্রকাশ | ০৭ মে ২০২৪, ০০:০০

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় পড়ে থাকা ছেঁড়া বিদু্যতের তারে বিদু্যৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ছাবা খাতুনের পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। রোববার ভুক্তভোগী পরিবারের সঙ্গে ফটিকছড়ি পৌরসভার মেয়র এবং ফটিকছড়ি জোনাল অফিসের ডিজিএম ও এজিএমের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরসভা এবং পলস্নী বিদু্যতের কর্মকর্তা কর্মচারীদের নিজস্ব অর্থায়নে ভুক্তভোগী পরিবারকে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। এদিকে, রোববার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাবা খাতুনের পরিবারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা এবং খাদ্যসামগ্রী প্রদান করেন। এ ব্যাপারে ইউএনও বলেন, 'ঘটনাটি শুনে আমি মর্মাহত হয়েছি। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। ব্যক্তিগতভাবে কিছু সহায়তা দিয়েছি। আশা করি অন্যরা এ পরিবারের পাশে দাঁড়াবে। ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন বলেন, 'ভুক্তভোগী পরিবারের সঙ্গে বৈঠকে পলস্নী বিদু্যৎ দুঃখ প্রকাশ করেছে। ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের বেতন থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরাও পৌরসভার পক্ষ থেকে ওই পরিবারকে আর্থিক সহযোগিতা করব।'