সীতাকুন্ডে ৩ হাজার কৃষক পেলেন প্রণোদনা
প্রকাশ | ০৭ মে ২০২৪, ০০:০০
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুন্ডে ৩ হাজার কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ ছাড়াও একজন কৃষককে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। গত রোববার উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুলস্নাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহমিনা আর্জু, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী।
উপজেলা কৃষি অফিসার হাবিবুলস্নাহ বলেন, চলতি আউশ মৌসুমে প্রতিজন কৃষককে রোপা আউশ ধানের বীজ ৫ কেজি, সার এমওপি ১০ কেজি, ডিএপি ১০ কেজি বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৩৩ লাখ টাকার কম্বাইন হারভেস্টার ভর্তুকি মূল্যে কৃষক এমরানকে ১২ লাখ ৩৫ হাজার টাকায় বিতরণ করা হয়।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বলেন, 'কৃষকরা বিনামূল্য বীজ ও সার পেয়ে উপকৃত হয়েছে। অনেক উৎসাহে জমিতে চাষাবাদ করতে পারে সে জন্য সরকার কৃষকদের জন্য আরও পদক্ষেপ গ্রহণ করবে।