বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

বাকেরগঞ্জে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ০৬ মে ২০২৪, ০০:০০
বাকেরগঞ্জে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জে চারটি দোকানঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের চৌরাস্তা বাজার এলাকায়। এ ঘটনায় দোকান ও জমির মালিক ফারুক হোসেন মোলস্না বাদী হয়ে গত ২ মে বরিশাল দ্রম্নত বিচার আদালতে ১৬ জনকে আসামি করে মামলা করেছেন। মামলা নং ০৪/২০২৪।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা মৌজার ১৬ শতাংশ জমির ক্রয়সূত্রে মালিক পাশের এলাকার ফারুক হোসেন মোলস্না ও তার ভাই আবদুল লতিফ মোলস্না। এই জমিতে তারা দীর্ঘবছর ৪টি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন। প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে জমিটি দখলের পায়তারা করছে।

গত ১ মে সকালে ফারুক শুনতে পান প্রতিপক্ষরা তাদের দোকান ভাংচুর ও লুটপাট করে। এসময় ফারুক ও দোকানের ভাড়াটিয়ারা বাধা দিলে প্রতিপক্ষরা তাদের মারধর করে। এতে ফারুকসহ কয়েকজন আহত হন।

বাকেরগঞ্জ থানার এএসআই আল আমিন বলেন, 'চৌকিদারের মাধ্যমে শুনতে পান চৌরাস্থা এলাকায় দোকানপাট দখল নিয়ে ঝামেলা হচ্ছে। আমি সঙ্গীয় ফোর্সসহ ওখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে