অবৈধভাবে বালু উত্তোলন : পাবনায় আটক ১২ সারিয়াকান্দিতে ৬ জনের কারাদন্ড

গাংনীতে মাদকসেবীর জেল-জরিমানা

প্রকাশ | ০৬ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাবনায় ১২ জন ও বগুড়ার সারিয়াকান্দিতে ৬ জনকে আটক এবং কারাদন্ড দেওয়া হয়েছে। এ সময় এস্কেভেটর ও ট্রাক জব্দ করা হয়। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত মেহেরপুরের গাংনীতে মাদকসেবীর জেলজরিমানা করেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদী উপজেলার বিলকেদার দাদাপুর এলাকায় পদ্মার শাখা নদী হতে অবৈধভাবে এস্কেভেটর (ভেকু) দিয়ে বালু কাটার দায়ের্ যাব অভিযান চালিয়ে একটি এস্কেভেটর ও ছোট-বড় ৫টি ড্রাম ট্রাক জব্দ করেছে। এ সময় আটক করা হয় ১২ জনকে। র্ যাব জানায়, গোপন সংবাদে জানতে পারে ওই এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিত্বের্ যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের একটি দল শনিবার বিকালে দাদাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়। জব্দ করা হয় একটি এস্কেভেটর, ৩টি বড় ও ২টি ছোট ড্রাম ট্রাক। আটকরা হলেন- জামিরুল ইসলাম (৪২), রুমন হোসেন (১৯), বাধন হোসেন (১৯), ইমন ইসলাম (১৯), ইমরান মালিথা (২৯), ফয়সাল হোসেন (৩২), শুভ (২৪), মোহন মোলস্না (২৯), সিয়াম হোসেন (১৯), মাসুম আলী (৩০), সাগর (১৯) ও রজমান প্রাং (২০)। তাদের বাড়ি ঈশ্বরদী, আটঘরিয়া ও পাবনা সদরে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জব্দকৃত আলামতসহ তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৬ জনকে ৭ দিন বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে উপজেলার জামথলঘাট থেকে মাদারগঞ্জ বালিজুরি ইউনিয়নের চর শুভগাছা গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (২৪), নামাপাড়া গ্রামের বেলালের ছেলে সাগর (২০), গাবেরগ্রাম গ্রামের নয়া মিয়ার ছেলে নূর নবী (১৮) ও সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের শাহাজালাল বাজারের টেংরাকুরা গ্রামের মৃত আনোয়ারের ছেলে আতিকুর (৩৫), জাহিদুল ইসলামের ছেলে হাবিল মিয়া (২২), মোকছেদ মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলমকে (২০) ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীর ধানখোলা গ্রামে আব্দুস সালাম (৫০) নামে এক মাদকসেবীর তিন মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এ দন্ড দেন। দন্ডিত আব্দুস সালাম ওই গ্রামের ইদু শেখের ছেলে। তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।