তিন জেলায় সড়কে ঝরল ৩ প্রাণ

প্রকাশ | ০৬ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
সড়ক দুর্ঘটনায় তিন জেলায় তিনজনের প্রাণহানি ঘটেছে। চট্টগ্রামের চন্দনাইশ, হবিগঞ্জের মাধবপুর ও ফরিদপুরের মধুখালীতে এসব মৃতু্যর ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়াস্থ বদুরপাড়া এলাকায় সড়ক ভবনের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয় ও প্রত?্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে চট্টগ্রামমুখী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে কক্সবাজারগামী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সামনে থাকা এক ব?্যক্তি মারা যান। নিহত ব?্যক্তি আনোয়ারা উপজেলার বারখাইন এলাকার মৃত আলী আহমদের ছেলে পেঁচু মিয়া (৬৫) বলে জানা গেছে। তিনি কাঞ্চননগর এলাকায় একটি ইটভাটায় কাজ করতেন। আহতরা হলেন- অটোরিকশার চালক আবুল কালাম। তার বাড়ি দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায়। আলিফ নামে অপর এক যাত্রীকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তার ঠিকানা পাওয়া যায়নি। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার স্টার সিরামিক কোম্পানির সামনে ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী চারু সিরামিকের সিকিউরিটি ইনচার্জ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সবুর হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর নোয়াহাটি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল করিম জানান, সবুর হোসেন শাহজীবাজারস্থ চারু সিরামিকসের সিকিউরিটি ইনচার্জ ছিলেন। শনিবার রাতে বাই-সাইকেলে কর্মস্থলে আসার পথে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেকজন। রোববার সকালে ঢাক-খুলনা মহাসড়কের বনমালিদিয়া রেজিস্ট্রি অফিসের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ট্রাকের চালক জোবায়েদ (২৮)। নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার সাদাইলপুর গ্রামে। স্থানীয়রা জানান, ঢাকার দিক থেকে মাগুরাগামী ট্রান্সপোর্টর মালামাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক জোবায়েদ নিহত হন। হেলপার ফরিদ হোসেন (১৭) আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেছে।