ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের ডিপেস্নামা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে অনুষ্ঠিত হলো 'প্রজেক্ট ফেস্ট ২০২৪'। প্রতিষ্ঠানের ইলেট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স ও কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের বানানো ৪০টিরও বেশি প্রজেক্ট এই ফেস্টে প্রদর্শিত হয়। যার মধ্যে উলেস্নখযোগ্য 'এফএফআর (ফায়ার ফাইটিং রোবট) সংস্করণ ২', আর্নস্ট মাস্ক, ডিপিআই ফায়ার ফাইটিং রোবট, জি-টেক ইত্যাদি। ৪ মে ধানমন্ডির সোবাহানবাগের ড্যাফোডিল পস্নাজায় প্রধান অতিথি হিসেবে 'প্রজেক্ট ফেস্ট ২০২৪'-এর উদ্বোধন করেন- এফবিবিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. বিকর্ণ কুমার ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিসিএসআইআর রাজশাহী ল্যাবরেটরিজের পরিচালক ড. মো. সেলিম খান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উপ-সচিব মো. মোক্তার আহমেদ এবং ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ কেএম হাসান রিপন।
প্রজেক্ট ফেস্ট পরিদর্শনের পর ড. বিকর্ণ কুমার ঘোষ বলেন, 'শিক্ষার্থীরা তাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি, সৃজনশীলতাকে কাজে লাগিয়ে যেসব প্রজেক্ট তৈরি করেছে, সেগুলো অত্যন্ত চমৎকার এবং বর্তমান সময়ের বাস্তব জীবনের সমস্যার সমাধান এবং জীবনকে সহজ করার জন্য কার্যকরী।'
অতিথিরা আশা করেন, ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের এসব প্রজেক্ট এবং সৃজনশীল উদ্ভাবন অদূর-ভবিষ্যতে দেশের যেকোনো বড় ধরনের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করবে। উলেস্নখ্য, ড্যাফোডিল পলিটেকনিক ২০০৬ সাল থেকে দক্ষ ডিপেস্নামা ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্যে কাজ করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি