বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

লংগদুতে গণহত্যার ৩৫তম দিবস পালন

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
  ০৫ মে ২০২৪, ০০:০০
লংগদুতে গণহত্যার ৩৫তম দিবস পালন

পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে গণহত্যার ৩৫তম দিবস পালন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।

শনিবার উপজেলার বগাচতর ইউনিয়নে চিবেরেগা নামক এলাকায় উক্ত পরিষদের লংগদু থানা শাখার উদ্যোগে ৩৫তম লংগদু গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের লংগদু থানা কমিটির সহ-সভাপতি সুদীর্ঘ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- লংগদু থানা শাখার জেএসএস কমিটির কৃষি ও ভূমি-বিষয়ক সম্পাদক বিনয় প্রসাদ কার্বারী। সাধারণ সম্পাদক রিন্টু মনি চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক সাধন জীবন চাকমা।

বিশেষ অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি লংগদু শাখার সদস্য তপন জ্যোতি কার্বাবী ও বিধান চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি লংগদু শখার সভাপতি দয়াল কান্তি চাকমা প্রমুখ।

এ ছাড়াও চিবেরেগা ও চাইল্যাতলী এলাকার গণ্যমান্য ব্যক্তি সুভাষ চাকমা ও শান্তি লাল চাকমাসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে