শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

কুমিলস্নায় ধানের জমি জবরদখলের অভিযোগ

চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, কুমিলস্না
  ০৫ মে ২০২৪, ০০:০০
কুমিলস্নায় ধানের জমি জবরদখলের অভিযোগ

কুমিলস্না সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের গাবতলী গ্রামে একটি নিরীহ পরিবারের ফসলি জমি জবরদখল করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। যার কারণে প্রায় ১০ বছর ধরে ভুক্তভোগী পরিবারটি ওই জমিতে আবাদ করতে পারছে না বলে অভিযোগ ওঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলার বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ। তিনি উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদকের পদে রয়েছেন।

শনিবার এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে ওই গ্রামের মো. কাঞ্চন মিয়া ও তার ছেলে মো. মনির হোসেনসহ বেশ কয়েকজন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন। এ ছাড়া এ ঘটনায় গত ২৩ এপ্রিল চেয়ারম্যান ও তার ভাই মোতাব্বির হোসেন নাছিরের বিরুদ্ধে কুমিলস্নার জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. মনির হোসেন।

সংবাদ সম্মেলনে মনির হোসেন বলেন, 'ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ আমাদের একই গ্রামের বাসিন্দা। আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে প্রায় এক একরের একটি ফসলি জমি রয়েছে। শত বছরের বেশি সময় ধরে ওই জমি আমাদের পারিবারিক সম্পত্তি। গত প্রায় ১০ বছর আগে এই জমির দিকে নজর পড়ে চেয়ারম্যান পারভেজের। আমরা জমিতে গেলেই চেয়ারম্যানের লোকেরা আমাদের ওপর হামলার চেষ্টা চালায়। প্রাণভয়ে বছরের পর বছর ধরে জমিটি খালি পড়ে আছে। অথচ পাশের প্রতিটি জমি ভরে আছে সোনালি ধানে।'

তিনি বলেন, 'আমাদের আরও অনেক সম্পত্তি জবর দখল করে রেখেছেন চেয়ারম্যান। আমাদের মালিকানাধীন জমিতে থাকা গাছের ডাল-পালা কাটতে গেলেও চেয়ারম্যানের বাহিনী এসে বাধা দেয়। জমির সব কাগজপত্র ও খতিয়ান আমাদের নামে। এরপরও আমরা জমি ভোগদখল করতে পারছি না।'

ভুক্তভোগী মো. কাঞ্চন মিয়া বলেন, 'জমি নিয়ে আমরা যেন কথা না বলি এজন্য চেয়ারম্যান বিভিন্নভাবে মামলায় ফাঁসাচ্ছেন। গত ১৩ এপ্রিল চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী বাড়িতে ঢুকে আমার ছোট ছেলে মো. সুমনকে তুলে নিয়া যায়। এরপর তার ওপর শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে মোটর সাইকেল চোরের তকমা দিয়া পুলিশের হাতে দেয়। এভাবেই আমাদের হয়রানি করে চলেছেন চেয়ারম্যান। এসব ঘটনায় আমার ছেলে বাদী হয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একাধিকবার অভিযোগ করেছে। কিন্তু কোন প্রতিকার মেলেনি।'

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ। তিনি বলেন, 'আমি চেয়ারম্যান হওয়ার আগ থেকেই ওই জমি অনাবাদি অবস্থায় রয়েছে। তবে আমি তাদের কখনো হয়রানি বা জমি জবরদখল করিনি। ওই জমি পাওয়ার মূলে আমিসহ কয়েকজন মালিক। এর আগে এটি তাদের সম্পত্তি ছিল। বর্তমানে বিষয়টি নিয়ে বিরোধ চলছে; এখনো নিষ্পত্তি হয়নি। এ ছাড়া এলাকায় কাউকে হয়রানিসহ যেসব কথা বলা হচ্ছে- তার সবই ভিত্তিহীন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে