বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

বেলকুচিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলার ঘটনায় শোকজ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৫ মে ২০২৪, ০০:০০
বেলকুচিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলার ঘটনায় শোকজ

সিরাজগঞ্জের বেলকুচিতে থানায় ঢুকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের ওপর হামলার অভিযোগে অপর প্রার্থী আমিনুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম এই নোটিশ দেন। নোটিশে আগামী দুই দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

নোটিশে উলেস্নখ করা হয়, আমিনুল ইসলামের পক্ষে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রভাব বিস্তার করছেন- মর্মে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এ ছাড়াও গত ১ মে আমিনুল ইসলাম বেলকুচি থানার ভেতরে ঢুকে অপর চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের ওপর আক্রমণ করেন। এ বিষয়ে বদিউজ্জামান ফকির লিখিত অভিযোগ দিয়েছেন। এমতাবস্থায়, আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, তা দুই দিনের মধ্যে লিখিতভাবে জবাব দাখিল করার জন্য বলা হলো। রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম কারণ দর্শানোর নোটিশ প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে