কুমিলস্নার দাউদকান্দি থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ৫ ডাকাত, প্রতারকচক্রের ৭ সদস্যসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও পাঁচ জেলায় মানবপাচার, সাজাপ্রাপ্ত চোর ও মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, কুমিলস্না জানান, কুমিলস্নার দাউদকান্দি থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ৫ ডাকাত, প্রতারকচক্রের ৭ সদস্যসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে। এসময় পুলিশ ডাকাতচক্রের হাত থেকে একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র ও প্রতারক চক্রের কাছ থেকে অলিখিত স্ট্যাম্প, চেক, নগদ টাকা উদ্ধার করে। শনিবার দুপুরে কুমিলস্না পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান। প্রতারক চক্রের সদস্যরা হচ্ছে, কুমিলস্না আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর গ্রামের ভুয়া ডিবি পুলিশ সৈয়দ আয়াতুলস্নাহ (৩৭), বালুতোপা গ্রামের কবির হোসেন (২৮), একই গ্রামের ভুয়া ডিবি সদস্য ইমরান হোসেন (৪০), বরুড়া উপজেলার শ্রীপুর গ্রামের ভুয়া সাংবাদিক মোজাম্মেল হক (৩৬), গালিমপুর গ্রামের আবদুর রহিম (৪২), লাকসামের বিজরা গ্রামের শাখাওয়াত হোসেন (২৮), চান্দিনার কেশরা গ্রামের তাসনুবা আক্তার (২৩)। অপরদিকে একই দিনে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হচ্ছে, দাউদকান্দির মিলন মিয়া ওরফে আকাশ (২৮), বাবু মিয়া (২২), পারভেজ (২২), দেবীদ্বারের মামুন মিয়া (১৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার হৃদয় মিয়া (১৬)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই-ডাকাতি অস্ত্রসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় মানবপাচারের মামলায় নাসিমা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক। এর আগে শুক্রবার সকালে ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুর থেকে গ্রেপ্তার করে দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয় ওই নারীকে। গ্রেপ্তার হওয়া ওই নারী সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মকুল ঠাকুরের স্ত্রী।
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ জিআর মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. করিফকে (৪০) আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার সুবিদপুর পূর্র্ব ইউনিয়নের দিগধাইর গ্রাম থেকে তাকে আটক করে শনিবার চাঁদপুর আদালতে প্রেরণ করে। থানা পুলিশ জানায়, ফরিদগঞ্জ উপজেলার দিগধাইর গ্রামের আ. মান্নান'র পুত্র জিআর সাজাপ্রাপ্ত আসামি মো. শরিফ (৪০)।
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার পাটকেলঘাটার পলস্নীতে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শেখ ইকরামুল হোসেন রকি (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে বড়কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক তালা উপজেলার ধুলন্ডা গ্রামের শেখ আহম্মদ আলীর ছেলে।
বেলাব (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর বেলাবতে ১টি দেশীয় ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ৩ কেজি গাঁজাসহ আন্তঃজেলা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের মূল হোতা ও একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রবিন ওরফে সুইম খন্দকারকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ নরসিংদী জেলার বেলাব থানা এলাকায় ও কিশোরগঞ্জ সদর উপজেলা পারদা গাবতলী এলাকায় গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৮ গরুসহ ২ গরু চোরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কিশোরগঞ্জ জেলা সদরের পারদা গাবতলী মহলস্নার মৃত আঃ হামিদ কেনুর পুত্র গোলাপ মিয়া (৪০) ও পাতালজান মহলস্নার জালু মাহমুদের পুত্র রাশিদ (৪০)।