আড়াইহাজারে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ 

ফটিকছড়িতে বিদু্যৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃতু্য

প্রকাশ | ০৫ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূর খুন হওয়ার অভিযোগ উঠেছে। এদিকে চট্টগ্রামের ফটিকছড়িতে বিদু্যৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোলনাহার (২৫) নামের গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলনাহার ওই গ্রামের মৃত রহিম মিয়ার মেয়ে এবং রিপন মিয়ার স্ত্রী।  পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনায় দেবর আরিফ ও স্বামী রিপনের সঙ্গে ওই গৃহবধূর ঝগড়া হয়। ওই সময় স্বামী ও দেবর মিলে গোলনাহারকে মারপিট করলে সে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার থানার ওসি আহসান উলস্নাহ ঘটনা নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের ফটিকছড়িতে পলস্নীবিদু্যতের গাফিলতিতে বিদু্যৎস্পৃষ্ট হয়ে ছাবা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃতু্যর ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাশেম ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ছাবা খাতুন ওই এলাকার মোহাম্মদ কালুর স্ত্রী। স্থানীয়রা জানায়, বিকাল ৪টার দিকে স্থানীয়রা দেখতে পান যে, কাশেম ডাক্তারের বাড়ির পেছনের বিলের মধ্যে একটি বিদু্যতের তার ছিঁড়ে পড়ে আছে। বিষয়টি অনেকে মুঠোফোনে জানানোর চেষ্টা করলে ফটিকছড়ি জোনাল বিদু্যৎ অফিস ফোন ধরেনি। পরে ছাবা খাতুন গরুর খড় কাটতে গিয়ে ছেঁড়া তারে বিদু্যৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ব্যাপারে ফটিকছড়ি জোনাল অফিসের এজিএম আজহারুল হক বলেন, 'আমি অফিসে সবাইকে জিজ্ঞাসা করে দেখেছি, তার ছিঁড়ে গেছে এ ধরনের কোনো অভিযোগ তারা পায়নি।' এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ মেডিকেলে নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।