সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৪ মে ২০২৪, ০০:০০

প্রতিনিধি
বরণ অনুষ্ঠান ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নেত্রকোনায় ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে নবযোগদানকৃত ছয়জন শিক্ষানবিশ সহকারী কমিশনারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীমা ইয়াসমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম প্রমুখ। সুপেয় পানি বিতরণ ম লক্ষ্ণীপুর প্রতিনিধি সারাদেশে তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন অস্বস্তি। ঠিক সেই সময়ই বাংলাদেশ আওয়ামী যুবলীগ নিয়েছেন মানবিক উদ্যোগ। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশ অনুযায়ী সারাদেশে চলছে সর্বসাধারণের মাধ্যে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ। তারই ধারাবাহিকতায় লক্ষ্ণীপুরে জেলা যুবলীগের উদ্যেগে যুবলীগ নেতা শেখ জামান রিপনের আয়োজনে সর্বসাধারণের মধ্যে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এ সময় ছিলেন সাবেক যুবলীগ নেতা ঝন্টু দেবনাথ, কবির হোসেন রিপন এবং মোহাম্মদ নাসির উদ্দিন। সাধারণ সভা ম শেরপুর প্রতিনিধি শেরপুর চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন। শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব মো. হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দও, সহসভাপতি মো. আরিফুর রহমান। এ সময় ছিলেন পরিচালক গোপাল চন্দ্র সাহা, অজয় কুমার জয় চক্রবতী, বশিরুল ইসলাম সেলু, তৌহিদুর রহমান পাপ্পু, মহিউদ্দিন আহাম্মেদ মামুন, ইকরাম সেরনিয়াবাত, শেখ শোভন, খুরশীদ আলম মিঠু, রাজন সরকার। স্যালাইন বিতরণ ম লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের লোহাগাড়া সাংবাদিক সমিতির উদ্যোগে লোহাগাড়ার কৃতী সন্তান প্রবাসী জাহাঙ্গীর কবির লাভলুর সহযোগিতায় শ্রমজীবী ও পথচারীদের মাধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। এতে লোহাগাড়ার সর্বস্তরের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। অনেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম। লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি মাওলানা আবদুল জব্বার ফিরোজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী। জানা যায়, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের প্রবিধানমালা ২০০৯ এ বর্ণিত ৩৯ এর আলোকে আগামী ৬ মাসের জন্য এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নামাজ আদায় ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি প্রচন্ড তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টি চেয়ে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মেহেরপুরের গাংনীর মুসলিস্নরা। শুক্রবার গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের ফুটবল মাঠে বিভিন্ন বয়সি মুসলিস্নরা দুই রাকাত নামাজ আদায় করেন। শেষে খুতবা পাঠ করে গুনাহ মাফের জন্য তওবা পড়ানো হয় মুসলিস্নদের। নামাজে ইমামতি করেন পশ্চিম মালসাদহ গ্রামের জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম কিবরিয়া। নামাজ শেষে তিনি মহান আলস্নাহর কাছে ক্ষমা চান। কমিটির নির্বাচন ম লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান শাহ্‌ মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল ছবুর। গত ২৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড. বিপস্নব গাঙ্গুলী চার সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে অন্যরা হলেন- পদাধিকারবলে প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল সদস্যসচিব, মনজুরুল আমীন শিক্ষক প্রতিনিধি ও ফরমান উলস্নাহ সিকদার অভিভাবক প্রতিনিধি। কর্মশালা প্রশিক্ষণ ম জামালপুর প্রতিনিধি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জামালপুরে মফস্বল সাংবাদিকতা নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও কর্মশালা করেছে জামালপুর জেলা প্রেস ক্লাব। শুক্রবার জামালপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের ময়মনসিংহ বর্ুযো চিফ হুসাইন শাহিদ, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, জামালপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদীসহ অন্যরা। নির্বাচনী প্রচারণা ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে ৮ মে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শিক্ষানুরাগী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান চয়নের ঘোড়া প্রতীকের সমর্থনে এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চলছে। বৃহস্পতিবার উপজেলার রংছাতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে ঘোড়া প্রতীকে লিফলেট বিতরণ, গণসংযোগ, মতবিনিময় এবং পৃথক পথসভায় বক্তৃতা করেন। এ সময় চয়ন বলেন, ৮ তারিখ সারাদিন ঘোড়া প্রতীকে ভোট দিন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে কাজ করতে হবে। শ্রেষ্ঠ বিদ্যালয় ম মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মিরসরাইয়ের মিঠাছড়া উচ্চ বিদ্যালয়। ১৯৪৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে এই বিদ্যালয়টি। ফলাফলের দিক দিয়েও শতভাগ পাশ করে উত্তীর্ণ হয়েছে বিগত সময়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুলস্নাহ দিদার বলেন, বিদ্যালয়টির সব শিক্ষার্থীদের অভিভাবক, প্রধান শিক্ষক, শিক্ষিকাসহ স্থানীয়দের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। মাঠ দিবস ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি খুলনার ডুমুরিয়ায় চলতি রবি মৌসুমে ডিআই কর্তৃক বোরো ধানের সমলয় চাষাবাদে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এডবিস্নউডি এবং পরিমিত সার ব্যবহারে 'খামারি' মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাইয়ের লক্ষে প্রদর্শনী ট্রায়ালের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শরাফপুর ইউনিয়নে কালিকাপুর এলাকার দত্তডাঙ্গা বিলে সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি খুলনার উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা। বাড়িতে চুরি ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (ট্রেনিং) শাহ্‌ আব্দুর রহিম চৌধুরীর নওগাঁর পোরশা ইসলামপুরের গ্রামের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়ির বাউন্ডারি প্রাচির ডিঙ্গিয়ে চোরেরা বাড়িতে প্রবেশ করে এ ঘটনাটি ঘটায়। পোরশা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্‌ আলম জানান, চোরেরা পুলিশ সুপার শাহ্‌ আব্দুর রহিম চৌধুরীরর বাড়িতে প্রবেশ করে বে-সরকারি সংস্থা বন্ধনের কার্যালয়ের তালা ভেঙ্গে ড্রয়ারে রাখা নগদ ৩১ হাজার টাকা ও ৩টি ক্যালকুলেটর চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ হওয়ায় তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান। স্যালাইন বিতরণ ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি বগুড়ার নন্দীগ্রামে প্রচন্ড তাপদাহে অস্বস্তিতে থাকা দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষের মাধ্যে বিনামূল্যে বিশুদ্ধ পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করেন উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার নির্দেশে কার্যক্রমের উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাজ। এ সময় ছিলেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রুবেল আলী সরদার, মেম্বার আল-আমিন প্রামাণিক। কমিটি অনুমোদন ম ফটিকছড়ি প্রতিনিধি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউপির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপস্নব গাঙ্গুলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ২ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। ম্যানেজিং কমিটিতে মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়াকে সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তারকে সদস্য সচিব করে মোট ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গীতাপাঠ ও সংকীর্তন ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ১৯৭১ সালে এইদিনে (২০ শে বৈশাখ) বাজিতপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বী ৩ শতাধিক নারী-পুরুষ পাকিস্তান হানাদান বাহিনীদের নিকট আত্মদান করেন। তাদেরই স্মরণে বাজিতপুর শ্রী শ্রী হরিসভা কেন্দ্রীয় মন্দির অঙ্গনে পুষ্পস্তপক অর্পণ ও গীতাপাঠ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এ সময় ছিলেন হরিসভার সভাপতি কৃষ্ণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দেব দুলাল দাস, পূজা পরিষদের সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুখন দত্ত, হরিসভার উপদেষ্টা অধ্যাপক ইন্দ্রজিত দাস। ধানকাটা শুরু ম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বোরো ফসলের ধানকাটা শুরু হলেও কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। এবার উপজেলার বোরো ফসলের লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে ধানের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে মাঠে ধান কাটছেন শ্রমিকরা। নিম্নাঞ্চলের ধানকাটা শেষ হলেও উঁচু এলাকায় ধানকাটা শুরু হয়েছে। ইতোমধ্যই ৪০ পার্সেন্ট ধানকাটা শেষ হয়েছে বাকি অংশ ১৫ দিনের মধ্যেই ধানকাটা শেষ হবে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। এক মণ ধানের মূল্য বাজারে ৯৫০ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে একজন শ্রমিককে দিন হাজিরা ৯০০ টাকা ও খাওয়া দিতে হচ্ছে। মজুরির মূল্যসহ অন্যান্য উৎপাদন খরচ বাদে কৃষকদের লোকসান হবে বলে অভিযোগ করেছন কৃষকরা। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার জানান এবার বোরো ফসলের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েও ফসল আরও ভালো হয়েছে। কৃষকের প্রতি একর মেশিন দিয়ে ধান কাটলে ৬ হাজার টাকা খরচ লাগে। বাজারে ধানের বর্তমান মূল্য কম হলেও পরে ধানের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান।