১০ মিনিটের ঝড়ে শতাধিক গ্রামে বিদু্যৎ সরবরাহ বিচ্ছিন্ন

প্রকাশ | ০৪ মে ২০২৪, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহস্পতিবার রাতে ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বিদু্যৎ লাইন ও গাছপালা। বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে ২৯টি বিদু্যৎ খুঁটি। রাত ১০টা থেকে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত বেশ কিছু স্থানে বিদু্যৎ সরবরাহ সচল করা হলেও বন্ধ রয়েছে আরও প্রায় শতাধিক গ্রামের বিদু্যৎ সরবরাহ। বিদু্যৎ অফিস বলছে, রাত ১০টা নাগাদ সব এলাকায় বিদু্যৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য চেষ্টা করে যাচ্ছেন কর্মীরা। বৃহস্পতিবার রাত ১টার দিকে আকাশে মেঘের ঘনঘটা ও ঘন ঘন মেঘের গর্জনের মধ্য দিয়ে শুরু হয় বৃষ্টি। এরই মধ্যে মাত্র ১০ মিনিটের মতো সময় ধরে প্রচন্ড গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আর এতেই লন্ডভন্ড হয়ে পড়ে আড়াইহাজারের বিদু্যৎ ব্যবস্থা। আড়াইহাজার জোনাল অফিসের আওতাধীন প্রভাকরদী থেকে আড়াইহাজার পর্যন্ত লাইনের ২২টি খুঁটি পড়ে যায় এবং বিদু্যৎ লাইন ছিঁড়ে মাটিতে পড়ে যায়। অপরদিকে গোপালদী জোনাল অফিসের আওতায় পড়ে যায় সাতটি খুঁটি।