কাউখালী স্বাস্থ্য কমপেস্নক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

প্রকাশ | ০৪ মে ২০২৪, ০০:০০

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি
হাসপাতাল প্রতিষ্ঠার ৪৪ বছর পর কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চালু হলো অপারেশন থিয়েটার (ওটি)। সোমবার দুপুরে হাসপাতালের অপারেশন থিয়েটারে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কছুখালী গ্রামের প্রুইখইউ মারমার স্ত্রী নুবাইছিং মারমার সিজারিয়ান অপারেশন করা হয়। এতে ওই প্রসূতি কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুইমেপ্রু রোয়াজা বলেন, 'হাসপাতালে এ প্রথম অস্ত্রোপচার হয়েছে। মা ও নবজাতক সুস্থ আছে। সিজারিয়ান অপারেশন এটা অব্যাহত থাকবে। এটা কাউখালী উপজেলাবাসীর জন্য আনন্দের।' তিনি আরও জানান, 'চিকিৎসক ও নানা সরঞ্জামাদির অভাবে সিজারিয়ান অপারেশন বন্ধ ছিল। সংকট কাটিয়ে সেটি আমরা চালু করতে সক্ষম হয়েছি। হাসপাতাল প্রতিষ্ঠার ৪৪ বছর পর প্রথম সিজারে আমরা সফল হয়েছি। এ সফলতায় হাসপাতালের সব ডাক্তার ও নার্সরা সহযোগিতা করেছেন।' প্রথম সফল এই সিজার করেন স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ প্রফেসর মাসুদুর রহমান। সহযোগী ছিলেন ডা. নুসরাত জাহান আজমী, ডা. হ্যাফী বিশ্বাস ও আরএমও ডা. ইফতেখার আহম্মেদ ফরহাদ।