বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
প্রকাশ | ০৪ মে ২০২৪, ০০:০০
গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৮তম বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর কাকরাইলে জাতীয় স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সার্বিক কার্যক্রমে গতি সঞ্চারের জন্য সংশ্লিষ্টদের প্রতি দিক-নির্দেশনা প্রদান করেন।
বার্ষিক কাউন্সিল সভায় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৭তম বিশেষ কাউন্সিল সভার কার্যবিবরণী নিশ্চয়ন করা হয়, রোভার অঞ্চলের ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কার্যাবলির প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়, রোভার অঞ্চলের ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত ও ২০২৩-২০২৪ অর্থবছরের অনুমোদিত বাজেট অবহিত করা হয়েছে।
সভায় ২০২১-২০২২ অর্থবছর ও ২০২২-২০২৩ অর্থবছরে ৪টি ক্যাটাগরিতে মোট ৫২জন স্কাউটার ও রোভারকে শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করেন রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. মো. মশিউর রহমান। শ্রেষ্ঠ কমিশনার, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ রোভার লিডার ও শ্রেষ্ঠ স্কাউটস- এই চারটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ৫২ জনের মধ্যে ২০২১-২০২২ অর্থবছরে ২৭ জন এবং ২০২২-২০২৩ অর্থবছরে ২৫জন পুরস্কৃত হন।