কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার
প্রকাশ | ০৪ মে ২০২৪, ০০:০০
নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাই লেকে মাছের প্রজনন মৌসুমে ৯০ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ২৫ এপ্রিল থেকে। লেকের বিভিন্ন এলাকার জেলেরা এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করে বিক্রয় করে যাচ্ছেন নিত্যদিন। সরকারি বরাদ্দ দেওয়ার পরেও আইন অমান্য করে লাগাতার মাছ শিকার করে রাতের আঁধারে নানিয়ারচরের বিভিন্ন পয়েন্ট থেকে মাছ শিকার করে অবৈধভাবে পাচার করা যাচ্ছে। কাপ্তাই লেকের বুড়িঘাট, কুতুকছড়ি, নানিয়ারচরসহ বিভিন্ন স্থানের অসাধু জেলেরা এই কাজ করে যাচ্ছেন। এই বিষয়ে বাধাদানে নৌপুলিশের তেমন কোনো কাজ করতে দেখা যায়নি। স্থানীয়রা বলছেন, কাপ্তাই লেকের মাছের প্রজনন বৃদ্ধিতে তিন মাস সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি আইনকে অমান্য করে বুড়ো আঙুল দেখিয়ে অসাধু জেলে ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত লেকের মাছ আহরণ ও বিক্রি করে যাচ্ছেন। এই বিষয়ে প্রশাসনকে দ্রম্নত পদক্ষেপ না নিলে ডিমওয়ালা মাছ নিধন হবে।