রংপুরে শুরু হচ্ছে পেনশন স্কিম মেলা
প্রকাশ | ০৪ মে ২০২৪, ০০:০০
রংপুর প্রতিনিধি
রংপুরে আগামীকাল স্থানীয় জিলা স্কুল মাঠে দিনব্যাপী পেনশন মেলা শুরু হচ্ছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ উদ্যোগে সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। ২ মে বিকালে রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনব্যাপী মেলায় মোট স্টল থাকবে ১২৩টি। পরে সকাল ১১টায় স্থানীয় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় পেনশন কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান। আলোচনায় অংশ নেবেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউলস্নাহ, অর্থ বিভাগের সচিব ড. মো. কায়রুজ্জামান মজুমদার। সর্বজনীন পেনশন স্কিমের প্রচার কৌশল বিষয়ে বক্তব্য রাখবে, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া প্রমুখ।
কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ চেয়ারম্যান,, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এনজিও, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক. পুলিশ সুপার, শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কর্মকর্তারা অংশ নেবেন।