ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। এই ধাপে মোট এক হাজার ৫৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নিজ নিজ জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর রায়পুরায় ১০ প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলী আহমেদ দুলু, পাড়াতলি ইউপি চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ পনির হোসেন ও সমাজসেবক সোলায়মান খন্দকার।
ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল, সুমন মিয়া ও মারফত আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক ও জোসনা বেগম।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন এবাদুর রহমান প্রামাণিক, সনৎ কুমার প্রামাণিক, মমতাজ বেগম, আক্কাছ আলী প্রামাণিক, আজিজুর রহমান পলাশ, শেখ একরামুল বারী রঞ্জু, আলমগীর হোসেন বাবর ও মহাতাব উদ্দিন।
ভাইস চেয়ারম্যান পদে হাফিজুল শেখ, আফছার প্রামাণিক ও আব্দুর রাজ্জাক মন্ডল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী, মিতু বানু, শামছুন নাহার, রওশন আরা পারভিন ও মেরিনা আকতার।
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান ফিজার, সাইতারা ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেন শাহ।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সুমন দাস, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুলস্নাহ আল মামুন, জামাল উদ্দিন মুহুরী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা মহিলা লীগের সভাপতি তরুবালা রায়, ওয়াজেদা খানম বেবী ও শ্রী পুর্ণিমা মহান্ত ছবি।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার।
চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ভানুলাল রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান আছকির মিয়া, সাবেক উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজল হক।
ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও লিটন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ও জেলা শ্রমিক মজলিসের সভাপতি এমএ রহিম নোমানী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাস এবং হাজেরা খাতুন।
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ায় ১৩ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী ও হলদিয়াপালং ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম।
ভাইস চেয়ারম্যান রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম, হলদিয়াপালং ইউপির সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক গফুর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাসেল চৌধুরী, পালংখালীর সাবেক ইউপি সদস্য গফুর উলস্নাহ ও উখিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, শাহীন আকতার ও সানজিদা আক্তার নুরী।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান সুমন, আলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাওছার ভুইয়া, বেসরকারি সংস্থা হাইলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান সহিদুল ইসলাম, মাইনুল ইসলাম খান রিপন ও লোপা রহমান।
ভাইস চেয়ারম্যান পদে ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উলস্নাহ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম ইব্রাহিম খলিল, আবুল ফয়সাল মোলস্না, মেহেদী পারভেজ চন্দন, ফিরোজ হাওলাদার পিরু, গোলাম রাসেল রাতুল ও মিরাজ শিকদার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেগম নুরুন্নাহার মায়া, সালমা আক্তার, মঞ্জুয়ারা ইয়াসমিন ও সোনিয়া আক্তার।
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ছাবের আহমদ চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, মুজিবুর রহমান চৌধুরী, মানবাধিকার কর্মী প্রদীপ দত্ত কনক, মোহাম্মদ সালাহ উদ্দিন, এমএ মান্নান মান্না, ডাক্তার সন্তোষ কুমার দে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম বেগম, পারভিন আকতার, অ্যাডভোকেট চুমকি চৌধুরী।