পানি, স্যালাইন ও গস্নুকোজ বিতরণ হলি আইডিয়াল স্কুলের

প্রকাশ | ০৩ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ঢাকার উত্তর শাহজাহানপুরে অবস্থিত হলি আইডিয়াল স্কুল কমিটির উদ্যোগে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাধ্যমে গরিব, অসহায়, রিকশাচালক, ভ্যানচালক ও পথচারীদের মধ্যে পানি, স্যালাইন ও গস্নুকোজ বিতরণ করা হয়েছে। এতে নেতৃত্ব দেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক, আব্দুল কাইয়ুম খানসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান শিক্ষক জানান, ২৮ এপ্রিল হতে ২ মে পর্যন্ত এ কর্মসূচি চালায় হলি আইডিয়াল স্কুল। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের অনেকেই। এর মধ্যে রয়েছেন প্রফেসর ডক্টর আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী, আব্দুল আজিজ, ডক্টর মুহাম্মদ শহীদুলস্নাহ্‌ প্রমুখ। এ কাজের জন্য ডক্টর মুহাম্মদ শহীদুলস্নাহ্‌ নগদ পাঁচ হাজার টাকা প্রধান শিক্ষকের কাছে প্রদান করেন। এছাড়া মোঃ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল ডিআইজি নাবিলা জাফরিন রিনা, ডাঃ মুহাম্মদ নুরুল ইসলাম, ক্যাপ্টেন দীন মোহাম্মদ, মোঃ মোস্তাফিজুর রহমান, সম্রাট হোসেন, আবুবকর সিদ্দিক, শারমিন আক্তার মারিয়া, লিমা হক, রেবেকা সুলতানা, শরিফা বেগম প্রমুখ প্রধান শিক্ষকের এ কার্যক্রমে অনুপ্রাণিত করতে নগদ অর্থ তার হাতে তুলে দেন। সংবাদ বিজ্ঞপ্তি